Breaking News

নায়িকা মাহির হাত ধরে চলচিত্রে আসছেন গায়ক আসিফ!

বহুবার চলচ্চিত্রে প্রস্তাব পেয়ে ফিরিয়ে দিয়েছেন গায়ক আসিফ আকবর। চলচ্চিত্রে অভিনয় তিনি করবেন না- এটাই তাঁর ইচ্ছে ছিল। তবে আসিফ ভক্তদের জন্য সুখবর হলো, আসিফ সিদ্ধান্ত বদলেছেন। একটা ওয়েব ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় এই গায়ক। ছবির নাম ‘ভিআইপি’। ছবিটি পরিচালনা করবেন সৈকত নাসির। ছবিতে অভিনয়ের কারণও জানিয়েছেন আসিফ। নির্মাতার অনুপ্রেরণায় মূলত ছবিটি করতে চেয়েছেন বলে জানান তিনি।
আসিফ বলেন, ‘ছবিটা করছি চূড়ান্ত। নতুন চমক নিয়ে আসছি দর্শকদের সামনে।’ অন্যদিকে, সৈকত নাসির ছবিটি নিয়ে খুব আশাবাদী। ফেসবুকে এই পরিচালক লিখেছেন, ‘এবার ওয়েব সিনেমা। ছবির দৈর্ঘ্য ১৪০ মিনিট। কেমন ছিল সারপ্রাইজটা?’
আসিফ জানিয়েছেন তাঁর বিপরীতে নায়িকা মাহির অভিনয় করার কথা রয়েছে। এদিকে অ্যাকশন ও থ্রিলারধর্মী ছবিটির চিত্রনাট্য লিখছেন আসাদ জামান ও পরিচালক নিজেই। আসন্ন ঈদের পরই পরিচালক ছবির শুটিংয়ে যাবেন। এরইমধ্যে ছবির একটা পোস্টার প্রকাশ করেছেন পরিচালক। পোস্টারে রয়েছে আসিফের ছবি। সেখানে ইতিবাচক মন্তব্যই পেয়েছেন বেশি আসিফ।
‘দেশা দ্য লিডার’ ছবিটি নির্মাণ করে বেশি আলোচিত হয়েছিলেন পরিচালক সৈকত নাসির।

No comments