Breaking News

বাঁশ দিয়ে তৈরি পরিবেশ বান্ধব মটরসাইকেল

ফিলিপাইনের প্রতিষ্ঠান ‘বানাটিজ গ্রিন ফেলকন’ এমন একটি পরিবেশ বান্ধব বাইক তৈরি করেছে যেটি তৈরি হয়েছে বাঁশ দিয়ে। বাইকটির নাম ‘বানাটি’। যার নামকরণ করা হয়েছে ফিলিপাইনো শব্দ থেকে।এটির বিশেষত্ব হলো এটি স্টার্ট নিতে কোনো শব্দ হয় না। এটি একবার চার্জ দিলে ৪৫ থেকে ৫০ কিলোমিটার চলে। যার টপ স্পিড হলো ৬০। এর কারণ ফিলিপাইনের স্পিড লিমিড-ই হলো প্র্রতি ঘন্টায় ৬০ কিলোমিটার।
বাইকটিতে রয়েছে হাইড্রোলিক ব্রেক। টিউবলেস দুটি চাকা ও ডিজিটাল মিটার। আর এই বাইকটিতে অ্যাডভান্স লেভেলের হেডলাইড ব্যবহার করা হয়েছে। এছাড়াও রয়েছে সাউন্ড সিস্টেম যা দিয়ে গান শুনতে পারবেন।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা চার্জ ল্যাকসন বলেন, বৈশ্বিক উঞ্চতা কমাতে এবং বায়ুমন্ডলে কার্বোন মনো অক্সাইড এর পরিমান কমাতে অপরিসিম ভূমিকা রাখাবে। এটির বাণিজ্যিক ভাবে চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুর দিকে বাজারজাত হবে বলেও জানান। গ্লোরিয়াস মটোরসাইকেল/আন্তর্জাতিক মিডিয়া

No comments