পারবেন এই ছবির রহস্য ভেদ করতে?
উপরের ছবিটির দিকে তাকান। প্রথম দৃষ্টিতে মনে হবে
একজন ছেলে ও একজন মেয়ের জড়িয়ে ধরে থাকার একটি সাধারণ ছবি এটি। কিন্তু এবার তাদের
পায়ের দিকে তাকান। কি, অবাক হচ্ছেন? ভাবছেন, একি অবস্থা! এখানে কার পা কোনটা?
ছবিটি ২০১৬ সালে
প্রথম প্রকাশিত হয় সামাজিক যোগাযোগের মাধ্যম রেডিটে। প্রকাশিত হওয়ার পরপরই ছবিটি
তীব্র আলোচনার সৃষ্টি করেছিল।
ছবিতে কোনটি কার
পা? ছেলেটির কি আসলেই পা আছে? যদি থাকে, তাহলে ছেলের পা ভেদ করে মেয়েটির উরুর অংশ
কীভাবে দেখা যাচ্ছে? ছবিটি ফটোশপ করা কি না? এ ধরনের বহু প্রশ্ন এসেছে মানুষের
মনে। তবে রেডিট ব্যবহারকারীরাই ছবিটির রহস্য ভেদ করেছেন।
ছেলেটির প্যান্টের
কারণেই এ বিভ্রমটি তৈরি হয়েছে
ছবিটির রহস্য লুকিয়ে আছে ছেলেটির পরনে থাকা হাফ প্যান্টটিতে। আরও নির্দিষ্ট করে বললে, ওই হাফ প্যান্টটির রঙের মধ্যেই ছবিটির আসল রহস্য নিহিত। ছেলেটির পরনে যে হাফ প্যান্টটি আছে, সেটি সাদা-কালো রঙের। মেয়েটির পরনের পোশাকটি কালো। কিন্তু ছেলেটির পায়ের মাঝখান দিয়ে মেয়েটির পা দুটো যেভাবে দেখা যাচ্ছে, সেটি যথেষ্ট বিভ্রান্তিকর। কিন্তু ভালো করে লক্ষ করলে দেখা যাবে, মেয়েটির পা দুটো ছাড়া বাকি পুরোটাই ছেলেটির হাফ প্যান্ট। হাফ প্যান্টটির হাঁটুর কাছে সেলাইয়ের দিকে লক্ষ করলেও এটা স্পষ্ট হয়ে যাবে।
ছবিটির রহস্য লুকিয়ে আছে ছেলেটির পরনে থাকা হাফ প্যান্টটিতে। আরও নির্দিষ্ট করে বললে, ওই হাফ প্যান্টটির রঙের মধ্যেই ছবিটির আসল রহস্য নিহিত। ছেলেটির পরনে যে হাফ প্যান্টটি আছে, সেটি সাদা-কালো রঙের। মেয়েটির পরনের পোশাকটি কালো। কিন্তু ছেলেটির পায়ের মাঝখান দিয়ে মেয়েটির পা দুটো যেভাবে দেখা যাচ্ছে, সেটি যথেষ্ট বিভ্রান্তিকর। কিন্তু ভালো করে লক্ষ করলে দেখা যাবে, মেয়েটির পা দুটো ছাড়া বাকি পুরোটাই ছেলেটির হাফ প্যান্ট। হাফ প্যান্টটির হাঁটুর কাছে সেলাইয়ের দিকে লক্ষ করলেও এটা স্পষ্ট হয়ে যাবে।
No comments