তারুণ্যের চোখে বাংলাদেশের রাজনীতি
বাংলাদেশের
তরুণরা রাজনীতি ও উন্নয়ন নিয়ে কি ভাবেছে? কি তাদের মতামত, আশা, আকাঙ্ক্ষা,
পরামর্শ? রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে কি কি প্রতিশ্রুতি তারা আশা
করে? এসব বিষয়ে জানতে সিআরআই ফোকাস গ্রূপ ডিসকাশন সিরিজ ‘তারুণ্যের চোখে
বাংলাদেশের রাজনীতি’ আয়োজন করছে। ইতমধ্যে তরুণদের দ্বারা পরিচালিত সংগঠনের
একদল প্রতনিধির সাথে একটি ডিসকাশন হয়ে গেছে। আগামী ২৭ জুন আমরা
বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশুনা করছেন এমন তরুণদের সাথে বসতে চাই। একটি
ডিসকাশনে অংশগ্রহণকারির সংখ্যা ৩০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। আপনারা
যারা আগ্রহী, নিম্নোক্ত তথ্যসহ যোগাযোগ করুন আমাদের ইনবক্সে অথবা আমাদেরকে
ইমেইল করতে পারেন এই ঠিকানায়: info@cri.org.bd। ঢাকার বাইরে থেকে যারা
আসবেন তাদের যাতায়াতের খরচ প্রদান করা হবে।
প্রয়োজনীয় তথ্য: নাম, বয়স, পেশা, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা (স্থায়ী, বা আপনি যেখানে বেশিরভাগ সময় থাকেন), মোবাইল নাম্বার ও ইমেইল (যদি থাকে)।
প্রয়োজনীয় তথ্য: নাম, বয়স, পেশা, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা (স্থায়ী, বা আপনি যেখানে বেশিরভাগ সময় থাকেন), মোবাইল নাম্বার ও ইমেইল (যদি থাকে)।
No comments