বিশ্বকাপে আসুস ল্যাপটপে ফ্রি-কিক অফার
তাইওয়ানিজ টেকনোলজি ব্র্যান্ড আসুস আসন্ন
ঈদ ও বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের বাজারে নিয়ে এলো নতুন অনেক গুলো মডেলের
ল্যাপটপ, সাথে থাকছে আকর্ষণীয় “ফ্রি কিক” অফার।
অফারের আওতায় দেশব্যাপী আসুস এর যে কোন মডেলের ল্যাপটপ কিনলেই ক্রেতাগণ পাবেন স্ক্র্যাচ কার্ড।
আর স্ক্র্যাচ কার্ড ঘষেই জিতে নিতে পারবেন
তার পছন্দের ফুটবল দলের জার্সি আর ফুটবল সহ মেগা উপহার স্মার্ট-ফোন ও
এলইডি টিভি জিতে নেয়ার সুযোগ।
চলতি মাসেই আসুস দেশের বাজারে উন্মুক্ত করে নতুন কয়েকটি ল্যাপটপ। হালকা গড়নের আলট্রা-বুক সিরিজে যোগ হলো আসুস এক্স৪০৭ আর এক্স৫০৭।
সম্পূর্ণ নতুন ডিজাইন এর নতুন এই
সিরিজটিতে থাকছে ফিঙ্গার প্রিন্ট নিরাপত্তা। সাথে মাত্র ৮.১ মিলিমিটার
ন্যানো-এজ ব্যাজেলের ডিসপ্লে থাকায় এর স্ক্রিন টু বডি অনুপাত ৭৫.৪ শতাংশ।
ফাস্ট চার্জিং টেকনোলজি থাকায় ল্যাপটপটি
খুব কম সময়ে চার্জ দেয়া যায়, আর এর ব্যাটারি ব্যাকআপ সাধারণ লিথিয়াম আয়ন
ব্যাটারী থেকে ৩ গুন পর্যন্ত বেশি।
ইন্টেল কোর আই ৩ আর কোর আই ৫ প্রসেসর সহ নতুন এই ল্যাপটপটি বাজারে মূল্য ৩৫,৫০০ টাকা থেকে।
আসুস ভিভোবুক সিরিজে যুক্ত হল নতুন দুইটি মডেল – এক্স৪১১ আর এক্স৫১০।
আসুস এর হালকা গড়নের এই মডেল দুটিতে থাকছে ৮ম প্রজন্মের ইন্টেল প্রসেসর সহ ন্যানো এজ ব্যাজেল এর ডিসপ্লে ও ফার্স্ট চার্জিং টেকনোলজি।
এছাড়াও আসুস এর ভিভোবুক এস সিরিজ ও জেনবুক সিরিজের মডেল গুলোতে যোগ হয়েছে আপগ্রেডেড কনফিগারেশন।
আসুস এর সবগুলো মডেলেই থাকছে বিল্ট-ইন জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম।
No comments