এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৮
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৬ মে প্রকাশ করা হবে। ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলের অনুলিপি হস্তান্তর করা হবে। পরে ফলাফলের বিস্তারিত জানানোর কথা রয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, এসএসসি ও সমমানের ফল আগামী ৬ মে প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লিখিতভাবে জানানো হয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, এসএসসি ও সমমানের ফল আগামী ৬ মে প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লিখিতভাবে জানানো হয়েছে।
পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ: 6 May 2018
পাশের হার:
মোট অংশগ্রহনকারী পরীক্ষার্থী: ২০,৩১,৮৯৯ জন
আপনাদের সুবিধার্থে সকল বোর্ডের ফলাফল দেখার জন্য তাদের ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া হলোঃ
- WEB BASED RESULT
- ঢাকা বোর্ডের এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৮
- চট্টগ্রাম বোর্ডের এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৮
- কুমিল্লা বোর্ডের এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৮
- যশোর বোর্ডের এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৮
- বরিশাল বোর্ডের এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৮
- দিনাজপুর বোর্ডের এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৮
- সিলেট বোর্ডের এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৮
- সকল বোর্ডের এস এস সি পরীক্ষার ফলাফল ২০১৮
মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানার পদ্ধতিঃ
- যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে SSC .
- এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে। যেমনঃ
DHA = Dhaka Board |
COM = Comilla Board | RAJ = Rajshahi Board | JES = Jessore Board | CHI=
Chittagong Board | BAR = Barisal Board | SYL = Sylhet Board | DIN = Dinajpur
Board | MAD = Madrassah Board | TEC= Technical Board
- এরপর, একটি স্পেস দিন এবং আপনার রোল নম্বরটি লিখুন।
- এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষার সাল অর্থাৎ 2018 লিখুন।
- Example: SSC <স্পেস>DHA<স্পেস> 123456 <স্পেস> 2016
- এবার মেসেজ টি পাঠাতে হবে 16222 নম্বরে।
No comments