Breaking News

বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধন সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তি

প্রিয় মহোদয়, 

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০১৮ সনের হজে বেসরকারি ব্যবস্থাপনার নির্ধারিত কোটা ১,২০,০০০ জনের বিপরীতে ৪৫ জনের জন্য ১ জন করে গাইড এবং মোনাজ্জেমসহ মোট ৩,৪০০ (তিন হাজার চারশত) জনের সংখ্যা সংরক্ষণ করা হয়েছিল। চলমান নিবন্ধন কার্যক্রমে দেখা যাচ্ছে যে, ১,২০,০০০ জনের বিপরীতে ৪৫ জনের জন্য ১ জন হারে গাইডের প্রকৃত সংখ্যা দাড়ায় ২৬০৯ জন। অন্যদিকে নিবন্ধনে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা ৫৫৫ টি; অর্থ্যাৎ মোনাজ্জেম সংখ্যা হবে ৫৫৫ জন। সে হিসেবে গাইড এবং মোনাজ্জেম (২৬০৯+৫৫৫)=৩১৬৪ (তিন হাজার একশত চৌষট্রি)। প্রথম পর্যায়ে সংরক্ষিত সংখ্যা ৩৪০০ হতে প্রকৃত ৩১৬৪ সংখ্যা বিয়োগ করলে মোট (৩৪০০-৩১৬৪)=২৩৬ জনের সংখ্যা আরো অবশিষ্ট থাকে।
০২। জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৯ হিজরি/২০১৮ খ্রিস্টাব্দ এর অনুচ্ছেদ ৩.১.৮ অনুযায়ী পরবর্তী অপেক্ষমান তালিকা হতে ক্রম অনুযায়ী খালি (অপুরণকৃত) কোটার প্রয়োজনীয় সংখ্যাক প্রাক্-নিবন্ধিত হজে গমনেচ্ছুদের নিবন্ধনের জন্য আহ্বান করা হবে মর্মে উল্লেখ রয়েছে। ২২.০৪.২০১৮ খ্রি. তারিখের ১৬.০০.০০০০.০০৩.০০৫.১৭-৪৩৪ নং স্মারকে উল্লিখিত ২৭৪ জনসহ অবশিষ্ট ২৩৬ জনের খালি উক্ত কোটা পূরণের লক্ষ্যে প্রাক্-নিবন্ধনের ক্রম অনুযায়ী প্রাক-নিবন্ধনের ৩,৮২,৯০৭ থেকে ৩,৮৩,৪২৪ ক্রমিক পর্যন্ত প্রাক্-নিবন্ধিত হজযাত্রীদের নিবন্ধনের চূড়ান্ত সময়সীমা আগামী ২৫.০৪.২০১৮ খ্রি. তারিখ রাত: ৮.০০ টা পর্যন্ত নির্ধারণ করা হলো। জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৯ হিজরি/২০১৮ খ্রিস্টাব্দ এর ৩.১.১৬ অনুযায়ী এই বিজ্ঞপ্তিতে প্রকাশিত ক্রমের বাইরে কারো কাছ হতে হজ প্যাকেজের অবশিষ্ট অথ্য গ্রহণ করা যাবে না। নিবন্ধন সংক্রান্ত ইহাই সর্বশেষ এবং চূড়ান্ত বিজ্ঞপ্তি। সে প্রেক্ষিতে নিবন্ধনের জন্য আর সময় বৃদ্ধি করা হবে না।
০৩। উল্লেখ্য যে অপেক্ষমান তালিকা হতে ২০১৮ সনের হজে নিবন্ধনের জন্য নির্বাচিত যে সকল হজযাত্রীর এজেন্সী ন্যূনতম কোটা পূরণ করতে পারবে না তারা জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৯ হিজরি/২০১৮ খ্রি. এর ৪.৩.২ অনুচ্ছেদ অনুযায়ী সমন্বয় করে লীড এজেন্সী নির্ধারণপূর্বক সমন্বয়/স্থানান্তর করবে।
ধন্যবাদ

হজ অফিস, আশকোনা 
ঢাকা

No comments