Breaking News

নকিয়ার ব্যানানা ফোন বাজারে এলো

অবশেষে বাজারে এলো নকিয়ার ব্যানানা ফোন ৮১১০ ৪জি। এই ফোনটি নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল। নকিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ‘নকিয়া.কম’ থেকে জানা গিয়েছে, সম্প্রতি একটি নতুন ফোন লঞ্চ হয়েছে। ফো
অ্যানড্রয়েড নয় ফোনটিতে থাকবে নকিয়ার নিজস্ব অপারেটিং সিস্টেম ‘কাইওএস’। ৪ জিবির ইন্টারনাল স্টোরেজ, ২.৪৫ কিউভিজিএ ডিসপ্লে, কার্ভড স্ক্রিন, ১৫০০ এমএএইচ, ৫১২ এমবি র‌্যাম, কোয়ালকোর আর ২০৫ (এমএসএম৮৯০৫), এমএসএম৮৯০৫ ডুয়াল কোর ১.১ গিগাহাৎর্জ প্রসেসর, ওয়াইফাই ৮০২.১১ বি/জি/এন, ২ মেগাপিক্সেল ক্যমেরা এবং এলইডি ফ্ল্যাশ প্রভৃতি ফিচার থাকছে এই ফোনে।
এছাড়া ফেসবুক, টুইটার, গুগল সার্চ, গুগল অ্যাসিসট্যান্ট প্রভৃতি অ্যাপও চালানো যাবে এই ফোনে। তবে এখনও পর্যন্ত ফোনটির দাম জানা যায়নি।

No comments