আপনি কি ব্যাংকে চাকরি করতে চান?
বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (প্রকৌশল-যান্ত্রিক)’ এবং ‘সহকারী পরিচালক (প্রকৌশল-পুর)’ পদে ২৫ জনকে নিয়োগ দেয়া হবে। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সহকারী পরিচালক (প্রকৌশল-যান্ত্রিক) পদে নয়জনকে নেয়া হবে। প্রার্থীকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। চাকরি নিশ্চিত হলে বেতন দেয়া হবে ২২,০০০-৫৩,০৬০ টাকা।
সহকারী পরিচালক (প্রকৌশল-পুর) পদে ১৬ জনকে নিয়োগ দেয়া হবে। এরমধ্যে চারজনের নিয়োগ হবে মুক্তিযোদ্ধা কোটাধারী প্রার্থীদের। চাকরিপ্রত্যাশীকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। এ পদে বেতন দেয়া হবে ২২,০০০-৫৩,০৬০ টাকা।
বেতনের পাশাপাশিও অন্যান্য সুযোগ সুবিধাদি দেয়া হবে। প্রার্থীর শিক্ষাজীবনের কোনও পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
চাকরিপ্রত্যাশীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটাধারীদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।
আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের অনলাইন পোর্টাল থেকে।
চাকরির আবেদন করতে হলে ক্লিক করুন এখানে। অনলাইন আবেদনের সময় স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে।
প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য আহবান করা হবে।
আবেদন করতে হবে ১৯ এপ্রিল ২০১৮ তারিখের মধ্যে।
No comments