অফিস ২০১৯ চালাতে উইন্ডোজ ১০ বাধ্যতামূলক
অফিসের কাজ করার জনপ্রিয় সফটওয়্যার মাইক্রোসফট অফিসের নতুন সংস্করণ আসছে।
নতুন সংস্করণটি মাইক্রোসফট অফিস ২০১৯ নামে এ বছরের মাঝামাঝিতে বাজারে আসতে যাচ্ছে।
সফটওয়্যারটিতে নতুন ফিচার ও আপডেট পাওয়ার
জন্য অনেকেই অপেক্ষা করে আছেন। বিশেষ করে যারা অফিস ৩৬৫ সাবস্ক্রিপশন নিতে
আগ্রহী নন। তবে নতুন সংস্করণটি ব্যবহার করতে হলে উইন্ডোজ ১০ অপারেটিং
সিস্টেমের ব্যবহার বাধ্যতামূলক করেছে মাইক্রোসফট।
বিগত বছরগুলোতে উইন্ডোজের নতুন
সংস্করণগুলোর ইন্টারফেস ও পারফরমেন্সে প্রচুর ঘাটতি থাকায় অনেকেই উইন্ডোজ ৭
ও এমনকি উইন্ডোজ এক্সপিতেই থেকে গেছেন।
উইন্ডোজ এক্সপি ব্যবহারকারীর সংখ্যা এখন
কমে এলেও উইন্ডোজ ৭ ব্যবহারকারীর সংখ্যা অনেক। বিশেষত অফিস ও বিভিন্ন
পেশাদার কাজের কম্পিউটারগুলো নানাবিধ সমস্যার কারণে উইন্ডোজ ১০ এ এখনো
আপডেট করেনি অনেক সংস্থা। তারাও এখন নতুন অফিস ব্যবহারের জন্য তাদের
কম্পিউটার উইন্ডোজ ১০ এ আপডেট করার জন্য বাধ্য হবে।
নতুন অফিস চালানোর জন্য যারা উইন্ডোজ ১০
ব্যবহার করতে চাচ্ছেন না তাদের হতাশ হবার কারণ নেই। যারা অফিস ৩৬৫ এর
সাবস্ক্রিপশন ব্যবহার করছেন তারা আপডেটটি উইন্ডোজ ১০ ছাড়াই ব্যবহার করতে
পারবেন। তবে সেক্ষেত্রে এককালীন মূল্য দিয়ে মাইক্রোসফট অফিস কেনার সুযোগ
থাকছে না।
অফিস ২০১৯ থেকে ৫ বছর মেয়াদী সাপোর্ট বন্ধ করছে মাইক্রোসফট। এখন থেকে সর্বশেষ অফিস সংস্করণ ২ বছরের জন্য সাপোর্ট পাবে।
দ্যা ভার্জ

No comments