Breaking News

হজ গাইড নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ


প্রিয় মহোদয়,

১৪৩৯ হিজরি/২০১৮ খ্রি. সনে হজে গমনেচ্ছু সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সার্বিক
সহায়তা ও সেবা প্রদানের লক্ষ্যে প্রতি জেলায় প্রতি ৪৫ জন হজযাত্রীর জন্য ০১ (এক) জন হজ গাইড নিয়োগের লক্ষ্যে আগ্রহী ব্যক্তিগণের নিকট হতে দরখাস্ত আহ্বানের মেয়াদ ১৫.০৩.২০১৮ খ্রি. তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল। এ মেয়াদ আগামী ২২.০৩.২০১৮ খ্রি. তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো । গাইড হিসেবে নিয়োগ পেতে ইচ্ছুক ব্যক্তিগণকে আগামী ২২.০৩.২০১৮ খ্রি. তারিখের মধ্যে জেলা প্রশাসক ও সভাপতি, জেলা হজ গাইড নির্বাচন কমিটি বরাবর নিম্নবর্ণিত তথ্যাদিসহ আবেদন দাখিল করার জন্য অনুরুধ করা হলো ।

দয়া করে সংযুক্ত পএটি দেখার অনুরোধ রইল


ধন্যবাদ

হজ অফিস, আশকোনা ঢাকা


No comments