Breaking News

"এক-শপ"

প্রিয় উদ্যোক্তাবৃন্দ
শুভেচ্ছা!
ই-কমার্স মার্কেট প্লেস “এক-শপ” সম্পর্কে আপনারা অবগত আছেন। যেখানে একই ছাতার নিচে সারাদেশের সব ই-কমার্স প্রতিষ্ঠান সংযুক্ত থাকবে। ফলে দেশের যেকোনো প্রান্তের মানুষ সারা বিশ্বের যে কোন পণ্য একটি প্ল্যাটফর্ম এর মাধ্যমে নিকটস্থ ডিজিটাল সেন্টার থেকে থেকে সংগ্রহ করতে পারবে।
প্রাথমিক ভাবে ৫৫ টি ডিজিটাল সেন্টারে (ইউডিসি, পিডিসি, সিডিসি) এ সেবাটি পাইলটিং করা হচ্ছে। এ ৫৫টি সেন্টার পর্যবেক্ষণ শেষে মার্চ ২০১৮’তে ২০০ টি সেন্টারে চালু হবে। পরবর্তীতে দেশের সকল ডিজিটাল সেন্টারেই “এক-শপ” চালু হবে।
এক-শপ বিষয়ক কোন জিজ্ঞাসা থাকলে যোগাযোগ করুন, জনাব শাহরিয়ার হাসান জিসান ০১৬৭০৯৩৩৮৩৩, jiisun.a2i.pmo@gmail.com
ধন্যবাদ
এটুআই


No comments