Breaking News

১০৯ টাকা রিচার্জে ১পয়সা অফার

অফার:

  • ১ পয়সা/সেকেন্ড (২৪ ঘণ্টা, যেকোনো লোকাল নেটওয়ার্কে) + ৫ টি এসএমএস যেকোন অপারেটরে।
  • ১ পয়সা/সেকেন্ড এবং এসএমএস-এর এই অফারটির মেয়াদ ৩০ দিন (রিচার্জের দিন থেকে)। এই বিশেষ ট্যারিফটি যেকোনো লোকাল নম্বরের ক্ষেত্রে প্রযোজ্য (GP-GP এবং GP-Other, PSTN এবং মোবাইল)।
  • এই অফারটি পেতে গ্রাহককে অফারে বর্ণিত অ্যামাউন্ট রিচার্জ করতে হবে।
  • অফার চলাকালীন সময়ে এই বিশেষ ট্যারিফটি (১ পয়সা/সেকেন্ড যেকোনো নম্বরে ২৪ ঘণ্টা) সকল রেগুলার প্যাকেজ, যেমন - Super FnF, FnF এর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
  • ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস এবং ইমার্জেন্সি ব্যালেন্সের ক্ষেত্রে বিশেষ ট্যারিফ প্রযোজ্য নয়। ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স আগে কেটে নেওয়া হবে।
  • এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে অফারটি একাধিকবার উপভোগ করা যাবে। একাধিকবার রিচার্জ করলে মেয়াদের সময়সীমা বর্ধিত হবে।
  • উল্লেখিত তথ্য অনুযায়ী ট্যারিফের মেয়াদ (রিচার্জের দিন থেকে) নির্ধারণ করা হবে। গ্রাহক *121*1*2# ডায়াল করে অফারের মেয়াদ জানতে পারবে।
  • গ্রাহক যদি অন্য কোন এক পয়সা অফার গ্রহণ করে, সেক্ষেত্রে অফারের সর্বোচ্চ মেয়াদ প্রযোজ্য হবে। বিশেষ ট্যারিফ এর মেয়াদ শেষ হবার পর আগের অফার/প্যাকেজ পুনরায় কার্যকর হয়ে যাবে।
  • ৩৯ টাকা রিচার্জ করলে গ্রাহকের ফ্রি ভলিউম-এ ৩৯ MB ইন্টারনেট সাথে সাথে সংযুক্ত হয়ে যাবে। মেয়াদ থাকাকালীন সময়ে ইন্টারনেট ভলিউম শেষ হবার পর গ্রাহকের মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে ০.০১/১০KB টাকা হারে চার্জ কাটা হবে, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত। যেসকল গ্রাহকের ইন্টারনেট সক্রিয় অবস্থায় নেই, তাদের আগে ইন্টারনেট অ্যাকটিভেট করতে হবে।
  • অফারটি বন্ধ করতে SMS করুন “Stop RC” ৯৯৯৯ নম্বরে।
  • ৫% সম্পূরক শুল্ক (SD) + ১৫% ভ্যাট + মূল কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য।

No comments