১ পয়সা/সেকেন্ড (২৪ ঘণ্টা, যেকোনো লোকাল নেটওয়ার্কে) + ৫ টি এসএমএস যেকোন অপারেটরে।
১
পয়সা/সেকেন্ড এবং এসএমএস-এর এই অফারটির মেয়াদ ৩০ দিন (রিচার্জের দিন
থেকে)। এই বিশেষ ট্যারিফটি যেকোনো লোকাল নম্বরের ক্ষেত্রে প্রযোজ্য (GP-GP
এবং GP-Other, PSTN এবং মোবাইল)।
এই অফারটি পেতে গ্রাহককে অফারে বর্ণিত অ্যামাউন্ট রিচার্জ করতে হবে।
অফার
চলাকালীন সময়ে এই বিশেষ ট্যারিফটি (১ পয়সা/সেকেন্ড যেকোনো নম্বরে ২৪
ঘণ্টা) সকল রেগুলার প্যাকেজ, যেমন - Super FnF, FnF এর ক্ষেত্রে প্রযোজ্য
হবে।
ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস এবং ইমার্জেন্সি
ব্যালেন্সের ক্ষেত্রে বিশেষ ট্যারিফ প্রযোজ্য নয়। ক্রয়কৃত মিনিট, বোনাস
মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স আগে কেটে নেওয়া হবে।
এই ক্যাম্পেইন চলাকালীন সময়ে অফারটি একাধিকবার উপভোগ করা যাবে। একাধিকবার রিচার্জ করলে মেয়াদের সময়সীমা বর্ধিত হবে।
উল্লেখিত
তথ্য অনুযায়ী ট্যারিফের মেয়াদ (রিচার্জের দিন থেকে) নির্ধারণ করা হবে।
গ্রাহক *121*1*2# ডায়াল করে অফারের মেয়াদ জানতে পারবে।
গ্রাহক যদি
অন্য কোন এক পয়সা অফার গ্রহণ করে, সেক্ষেত্রে অফারের সর্বোচ্চ মেয়াদ
প্রযোজ্য হবে। বিশেষ ট্যারিফ এর মেয়াদ শেষ হবার পর আগের অফার/প্যাকেজ
পুনরায় কার্যকর হয়ে যাবে।
৩৯ টাকা রিচার্জ করলে গ্রাহকের ফ্রি
ভলিউম-এ ৩৯ MB ইন্টারনেট সাথে সাথে সংযুক্ত হয়ে যাবে। মেয়াদ থাকাকালীন সময়ে
ইন্টারনেট ভলিউম শেষ হবার পর গ্রাহকের মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে
০.০১/১০KB টাকা হারে চার্জ কাটা হবে, সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত। যেসকল
গ্রাহকের ইন্টারনেট সক্রিয় অবস্থায় নেই, তাদের আগে ইন্টারনেট অ্যাকটিভেট
করতে হবে।
অফারটি বন্ধ করতে SMS করুন “Stop RC” ৯৯৯৯ নম্বরে।
৫% সম্পূরক শুল্ক (SD) + ১৫% ভ্যাট + মূল কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য।
১০৯ টাকা রিচার্জে ১পয়সা অফার
Reviewed by Razu Mondal
on
January 01, 2018
Rating: 5
No comments