Breaking News

মাল্টিমিডিয়া ক্লাশরুম ম্যানেজমেন্ট সিস্টেম এর নতুন মোবাইল অ্যাপস টি ডাউনলোড পদ্ধতি

।। মাল্টিমিডিয়া ক্লাশরুম ম্যানেজমেন্ট সিস্টেম “mmc.e-service.gov.bd” ((ড্যাশবোর্ড)- এর নতুন মোবাইল অ্যাপস টি ডাউনলোড পদ্ধতি ।।
আমার পরম শ্রদ্ধাভাজন শিক্ষকমণ্ডলী,

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তাঁর একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করার জন্য মাল্টিমিডিয়া ক্লাশরুম ম্যানেজমেন্ট সিস্টেম “mmc.e-service.gov.bd” ((ড্যাশবোর্ড) চালু করেছেন। কিন্তু এই পদ্ধতিকে আরও অধিকতর আধুনিকায়ন করার জন্য এমএমসি ই সার্ভিসকে নতুন করে রুপ দিয়েছেন। অর্থাৎ নতুন একটি অ্যাপস চালু করেছেন। এই অ্যাপের বিশেষত্ব হচ্ছে এর মাধ্যমে চলমান মাল্টিমিডিয়া ক্লাসের সময়, ছবি এবং জিপিএস লোকেশন সহকারে প্রতিবেদন পাওয়া যাবে অর্থাৎ প্রতিবেদনের সত্যতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করা যাবে। এছাড়াও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাকর্তৃক বিদ্যালয় পরিদর্শনকালে মাল্টিমিডিয়া ক্লাস পরিদর্শনের গুণগত পর্যবেক্ষণের তথ্যও পাওয়া যাবে।
অ্যাপটি মাধ্যমে ২ ধরণের তথ্য পাওয়া যাবে
• শিক্ষকগণকর্তৃক চলমান মাল্টিমিডিয়া ক্লাসের প্রতিবেদন
• মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাকর্তৃক পরিদর্শিত -
o বিদ্যালয়ের সচল মাল্টিমিডিয়া ক্লাসের প্রতিবেদন
o চলমান মাল্টিমিডিয়া ক্লাসের গুনগত মূল্যায়ন
অ্যাপটির অনন্য বৈশিষ্ট্যগুলো হল-
• সরাসরি এমএমসি ড্যাশবোর্ডে কানেক্টিভিটি
• চলমান ক্লাসের রিয়েল টাইম ছবি
• চলমান ক্লাসের রিয়েল টাইম জিপিএস লোকেশন
• EIIN নম্বর দিয়ে বিদ্যালয় সার্চ
• পরিদর্শিত এমএমসির গুনগত মূল্যায়ন ফরম
• অফলাইনে প্রতিবেদন জমা রাখা
• পূর্ববর্তী প্রতিবেদন আর্কাইভ।
অ্যাপস টি ডাউনলোড ও আপডেট পদ্ধিত নিচে দেয়ার চেষ্টা করেছি। আশাকরি এ পদ্ধতি অনুসরন করে সবাই ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।

আপনাদের স্নেহভাজন-
এ টি এম আশরাফুল ইসলাম সরকার (রাংগা),
সহকারী শিক্ষক
জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয়।

1 comment:

  1. মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং অ্যাপস সম্পর্কীত লেখাটির জন্য ধন্যবাদ।
    MMCM Apps Download করার ক্ষেত্রে সংযুক্ত লেখাটি সহায়ক হতে পারে।

    ReplyDelete