Breaking News

৭৭১ জন সিনিয়র অফিসার নেবে সাত ব্যাংক

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সাত ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ৭৭১ জন সিনিয়র অফিসার নিয়োগ দেওয়া হবে।
ব্যাংকের নাম ও সংখ্যা: সোনালী ব্যাংক লিমিটেড- ২৬৪ জন
রূপালী ব্যাংক লিমিটেড- ২১১ জন
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক- ১১৩ জন
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন- ৮ জন
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ- ৩০ জন
কর্মসংস্থান ব্যাংক- ৬ জন নেবে।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক(সম্মান) বা সমমানের ডিগ্রি থাকলে সিনিয়র অফিসার পদে আবেদন করা যাবে।
এসএসসি বা সমমান এবং এর পরবর্তী পর্যায়ের পরীক্ষাসমূহে কমপক্ষে দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
বয়স: ১ জুলাই ২০১৯ তারিখে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যাতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
বেতন: নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনের শেষ সময়: ৪ ফেব্রুয়ারি রাত ১১.৫৯টা পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া: যোগ্য প্রার্থীরা অনলাইনে erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদনের সময় পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে।

No comments