Breaking News

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির আবেদন শুরু ১ সেপ্টেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। অনলাইনে আবেদন গ্রহণ চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রার্থীদের অনলাইন আবেদন ফরম আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। ১ অক্টোবর থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
অনার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রম শুরু ২২ সেপ্টেম্বর থেকে
২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অনার্স (প্রফেশনাল) অনলাইন আবেদন গ্রহণের তারিখ ২২ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়। প্রার্থীদের অনলাইন আবেদন ফরম ১০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। প্রথম বর্ষ অনার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি করা শিক্ষার্থীদের ক্লাস শুরু ২৪ অক্টোবর।
একই অথবা দু’টি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
আগেই বলে দেই- জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য
🚩মানবিক বিভাগ👇
👉SSC 2.50
👉HSC 2.50
🚩বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ👇
👉SSC 3.00
👉HSC 2.50
🚩পাশের সন👇
👉SSC 2016/2017
👉HSC 2018/2019
নূন্যতম GPA নির্ধারণ করা হয়েছে।

.
যদি কম হয় তবে আপনি আবেদন করতে পাবেন না।
.
উল্লেখিত জিপিএ থাকিলে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেকোনো কলেজে আবেদন করতে পাবেন।
.
সুযোগ পাবেন কি না সেটা অনেক বিষয়ের ওপর নির্ভর যা পরে জানিয়ে দিতে চেষ্টা করবো।
কোনো ভাবে কোনো দালাল বা ২য় ব্যাক্তির পাল্লায় পরবেন না। কারন জাতীয় বিশ্ববিদ্যালয় সকল কার্যক্রম অনলাইন ভিত্তিক।
কলেজে প্রিন্সিপাল পর্যন্ত নিজের ছেলে বা মেয়েকে নিজ কলেজে ভর্তির ক্ষমতা রাখে না এবং নাই।
.
এই সময়ে আপনারা যারা পাবলিকে প্রস্তুতি নিচ্ছেন তারা লেগে থাকেন।
এর মধ্যে আপনি কলেজ ও সাবজেক্ট নিয়ে বাসায় ও গুরুজনের সাথে আলোচনা করে মানসিক প্রস্তুতি নিয়ে রাখেন।
ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয় সম্পর্কে জানতে অথবা পরামর্শের জন্য নক করতে পারেন,,
.
১টা কথা মাথায় রাখবেন.....
যে সাবজেক্ট পড়তে ইচ্ছুক না সেটা লিস্টে রাখিবেন না।

No comments