Breaking News

চালু হলো কৃষিঋণ অ্যাপ

প্রান্তিক কৃষকদের ঋণ পাওয়া সহজ করতে চালু হলো কৃষি ও পল্লীঋণ সহজীকরণ সেবা। সকালে বাংলাদেশ ব্যাংকে প্রকল্পটির উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের মাধ্যমে পল্লীঋণ পেতে কৃষকরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের অগ্রগতি জানতে পারবেন মোবাইল ফোনে। যাচাই করে ঋণ অনুমোদন করতে পারবেন ব্যাংক ও কৃষি কর্মকর্তারা। এতে হয়রানি ও দীর্ঘসূত্রতা থেকে রেহাই পাবে কৃষক। শুরুতে কেবল চট্টগ্রাম জেলায় মিলবে এই সেবা। পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে সারা দেশে।

বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের সঙ্গে প্রকল্পটিতে সহযোগিতা করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম।

No comments