দেশীয় প্রযুক্তিতে ল্যাম্বরগিনির গাড়ি
নারায়নগঞ্জের আকাশ তৈরি করেছেন দেশিয় প্রযুক্তিতে ল্যাম্বরগিনির আদলে একটি নতুন গাড়ি।
বাবার গ্যারেজে কার করার সময় ২০১৮ সালেএ ফেব্রুয়ারি মাসে শখের বসে তৈরি করা শুরু করে ল্যাম্বরগিনি গাড়ি। ১৪ মাস সময় লাগে এই গাড়ি তৈরি করতে। ইউটিউব ও গুগলের মাধ্যমে ধারনআ নিয়ে তৈরই করেন এই গাড়ি। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে আটো রিকশার ৫টি ব্যাটারি এবং একটি শক্তিশালি মোটর।
ইঞ্জিন, ব্যাটারি ও চাকা বাদ দিয়ে সব কিছহুই তৈরি করেন নিজের গ্যারেজে। শব্দবিহীন এই গাড়ির সর্বোচ্চ গতি ৫০-৬০ কি.মি এবং গাড়টি তৈরি করতে প্রায় ৩ লাখ টাকার মত খরচ হয়।
নারায়নগঞ্জের এই গাড়ির নির্মাতা আকাশ আহমেদ প্রাইমারি স্কুলে চতুর্থ পর্যন্ত লেখাপরা করেন। পুররায় আবারও মাদ্রাসায় ভর্তি হয়ে নবম শ্রেনী পর্যন্ত লেখাপড়া করার পর শিক্ষা জীবনের ইতি টানেন। পরবর্তিতে নিজের বাবার গ্যারেজে গাড়ির কাজ শিখেন এবং সেখানেই তৈরি করেন দেশীয় প্রযুক্তিতে নিজের তৈরি ল্যাম্বরগিনির আদলে একটি নতুন গাড়ি।
কিছু গ্রাহকের চাহিদা থাকলেও সরকারের অনুদান না পাওয়া পর্যন্ত তৈরি করবেন না এই গাড়ি বলে জানিয়েছেন আকাশ আহমেদ। ২০১৩ সালে ইমরান খানের স্যাটিসফায়া গানে তিনি প্রথম দেখেন ল্যাম্বরগিনি এভেন্টেডর গাড়িটি।

No comments