মাইক্রোসফট নিয়ে আসছে "আইডিয়াস"
মানুষ মাত্রই ভূল। সেই ভূল আমরা মাইক্রোসফট ওয়ার্ডে (এমএস) লিখতে গিয়েও করে থাকি। হয়তো বানান ভূল,নতুবা আগোছালো বাক্য। এই সমস্যা সমাধানে মাইক্রোসফট নিয়ে আসছে 'আইডিয়াস' নামক নতুন এক ফিচার। এই ফিচারটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই) চালিত 'এডিটর ফিচার' ।
কিছুদিন আগে মাইক্রোসফট ডেভেলপারদের একটি সম্মেলনে এই ফিচারটির ঘোষণা আসে। এই ফিচারটি বানান নির্ভুল এবং সঠিক শব্দ নির্ধারণে সাহায্য করবে। নিজে থেকে কোন শব্দ বের করে না দিয়ে,সঠিক বানান ও সঠিক বাক্যের পরামর্শ প্রদান করবে এই ফিচারটি। পরে ব্যবহারকারী সেটিকে চূড়ান্ত করলেই তা মাইক্রোসফট ওয়ার্ডে ব্যবহার হবে। এই ফিচারের মাধ্যমে গ্রামার পরিবর্তন, পরিচ্ছন্ন লেখনী ও তা পড়তে কতক্ষণ লাগবে, সে সময় সম্পর্কেও ধারণা দেবে। বড় কোন লেখা থেকে মূল পয়েন্টকেও নির্দেশ করবে এই ফিচারটি।
এই 'আইডিয়াস' ফিচারটির প্রিভিউ সংস্করণ চালু হবে চলতি বছরের জুন মাস থেকে। 'আইডিয়াস" ফিচারটি চালু হলে বিভিন্ন ধরনের সুবিধা পাবে ব্যবহারকারী।
No comments