Breaking News

সুরক্ষা বলয় ভেঙ্গে হোয়াটসঅ্যাপের তথ্য চুরি

বিজ্ঞানের এই বর্তমান যুগে সব কিছুই তথ্য প্রযুক্তিময়। তাই চোরেরাও পিছিয়ে নেই তথ্য প্রযুক্তি থেকে। আগেকার চোরেরা দিনে দুপুরে স্ব-শরীরে চুরি করলেও বর্তমানে চুরি হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে। নিজের অজান্তেই প্রতিনিয়ত মোবাইল থেকে সকল তথ্য চুরি হয়ে যাচ্ছে। ক্যামেরায় তোলা ছবি, লোকেশন, কল রেকর্ড, অডিও, ভিডিও, ম্যাসেজসহ সব কিছুই চুরি হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যেই। হোয়াটসঅ্যাপও এই চুরির হাত থেকে রক্ষা পায়নি। হোয়াটসঅ্যাপের সুরক্ষা বলয় ভেঙ্গে প্রতিনিয়ত চুরি হচ্ছে সকল ধরনের তথ্য। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এ চুরির ঘটনা স্বিকার করেছেন।

হোয়াটসঅ্যাপের 'ভয়েস কলিং' ফিচার ব্যবহার করা হয়েছে সুরক্ষা বলয় ভাঙতে। কোনও একটি নির্দিষ্ট মোবাইল সেটে 'ভয়েস কল' করে এই সফটওয়্যার 'ইনস্টল' করে দিচ্ছিল হ্যাকাররা। কল না ধরলেও 'ইনস্টল' হয়ে যাচ্ছিল এই সফটওয়্যার। এমনকি, তা উধাও হয়ে যেত মোবাইলের 'কল লিস্ট' থেকেও। এর পরই ঐ নির্দিষ্ট মোবাইল থেকে সমস্ত তথ্য পাচার শুরু করে দিত সফটওয়্যারটি।
এই ঘটনার জন্য একটি ইসরায়েলি সংস্থার দিকে আঙ্গুল উঠেছে। 'সাইবার অস্ত্রের ডিলার' নামে সারা বিশ্বে পরিচিত এই সংস্থাটি। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছেন এই ঘটনার পিছনে ইসরায়েলি নিরাপত্তা সংস্থা 'NSO Group' এর অবদান রয়েছে। কুখ্যাত 'পেগাসাস' সফটওয়্যার, নির্মাণ করেছিলেন এই সংস্থা।
পুরো ঘটনার পর ইসরায়েলি সংস্থাটি বিবৃতি দিয়ে জানিয়েছে, 'সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে লড়াই করতে আমরা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করি। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা আমাদের একমাত্র লক্ষ্য।' একই সঙ্গে তাঁদের দাবি, 'আমাদের প্রযুক্তি কোন বেসরকারি সংস্থা ব্যবহার করতে পারে না। আমরা শুধু বিভিন্ন দেশের সরকার ও গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করি।'
সারা পৃথিবীর ১৫০ কোটি হোয়াটসঅ্যাপ ইউজারকে অ্যাপটি 'আপডেট' করার অনুরোধ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

No comments