★ একজন মানবতার কল্যাণকামী মানুষের গল্প ★
লিখেছেন: Abdullahil Kafi Masum
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
প্রতিটি মানব কল্যাণের উপযুক্ত সময়গুলিতে অতি মানবিকতা যাঁর হৃদয়ে নাড়া দেয় সে আপনার আমার সকলের সুপরিচিত প্রিয়মুখ সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আবু হোসেন সরকার এর জ্যেষ্ঠা কন্যা #মোছা_লায়লা_আন্তাহার_বানু_এমিলি।
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
প্রতিটি মানব কল্যাণের উপযুক্ত সময়গুলিতে অতি মানবিকতা যাঁর হৃদয়ে নাড়া দেয় সে আপনার আমার সকলের সুপরিচিত প্রিয়মুখ সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আবু হোসেন সরকার এর জ্যেষ্ঠা কন্যা #মোছা_লায়লা_আন্তাহার_বানু_এমিলি।
শীতে শীতার্ত মানুষকে শীতবস্ত্র প্রদান করা, বন্যায় মানুষের চিকিৎসা সহায়তা করা, ধর্মীয় উৎসবগুলিতে সাধ্যমত অস্বচ্ছল মানুষকে নতুন কাপড় দেয়ার যে হৃদয়গ্রাহী তাগিদ অনুভব করে, সে-ই এমিলি। নিজের সাধ্যমত সে প্রতি বছর এ কাজগুলি নিয়মিতভাবেই পালন করে আসে। প্রকৃত সত্য হলো, অনেকেই তাঁকে আন্তরিক সহানুভূতির পাশাপাশি সহযোগিতা করেন।
নির্লোভ এমিলি দিনের পর দিন এমন মানবিক কাজ করেন দীর্ঘদিন থেকেই। এবারও তার ব্যত্যয় ঘটেনি।
রমজান শুরুর অনেক আগে থেকেই ঈদ-উল-ফিতর এ কাকে কাকে কি দিবে তার একটা খসড়া তৈরী করা শেষ। ইত্যবসরে দু'একজনকে বলেছে কিছু কিছু করে সহযোগিতার জন্য। সমাজে অনেক বিত্তবান আছেন যাঁরা এমন দান-খয়রাত,যাকাত-ফিতরা দিয়ে থাকেন।
রমজান শুরুর অনেক আগে থেকেই ঈদ-উল-ফিতর এ কাকে কাকে কি দিবে তার একটা খসড়া তৈরী করা শেষ। ইত্যবসরে দু'একজনকে বলেছে কিছু কিছু করে সহযোগিতার জন্য। সমাজে অনেক বিত্তবান আছেন যাঁরা এমন দান-খয়রাত,যাকাত-ফিতরা দিয়ে থাকেন।
এমিলি তাঁদের জন্যই কিছু আবেদন করেন,যাঁরা মানুষের কাছে হাত পেতে কিছু চাইতে পারেন না। সে মানুষগুলিকে বাছাই করে নিজে গিয়ে সে সকল বঞ্চিত মানুষদের মুখে হাসি ফোঁটানোর চেষ্টা করে চিরদিন।
এমন বঞ্চিত মানুষেরা বিত্তবানদের সহযোগিতায় একটু উৎফুল্ল হয়ে উৎসব উদযাপন করবে,সে প্রত্যাশায় এবারও কিছু কিছু করে সহযোগিতার আবেদন করেছেন এমিলি।
এমন বঞ্চিত মানুষেরা বিত্তবানদের সহযোগিতায় একটু উৎফুল্ল হয়ে উৎসব উদযাপন করবে,সে প্রত্যাশায় এবারও কিছু কিছু করে সহযোগিতার আবেদন করেছেন এমিলি।
সহযেগিতার হাত বাড়িয়ে দেবেন এমন কেউ কি আছেন? যে মানবতার সেবায় প্রকৃত অসহায় মানুষকে কিছু সহযোগিতা করবেন? অসহায় ও দুঃখী মানুষের সাথে মিলে-মিশে চলা এমিলির সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন - এই আহবান স্বচ্ছল বিত্তবানদের প্রতি।
No comments