Breaking News

চলচ্চিত্রের উন্নয়ন স্বার্থে সরকারের কাছে খোলা প্রস্তাবনা : সুপিন বর্মন

মাননীয় প্রধানমন্ত্রী চাইলেই দেশের উন্নয়নের সাথে সাথে চলচ্চিত্রের মেরুদন্ডহীন রুগ্ন অবস্থা থেকে চলচ্চিত্রের উন্নয়ন করতে পারেন। চলচ্চিত্র শিল্পকে শুধু কথায় না, তা বাস্তবে রুপদান করতে সরকারকে উদ্দেশ্য করে আমার ব্যক্তিগত প্রস্তাবনা উপস্থাপন করছি।
১। এফডিসিকে যারা গুদামঘর বানিয়ে রেখেছে তাদের কাছ থেকে পুনরুদ্ধার করে নতুন করে নিয়ম নীতি মেনে যোগ্য ব্যক্তিদের সহযোগিতায় এফডিসিকে আধুনিকায়ন করে সচল করা।

২। চলচ্চিত্র নির্মাতাদের সরকারিভাবে সহযোগিতা করার জন্য একটি তালিকা প্রনয়ণ করা। নির্মাতাদের যুগোপযোগী প্রশিক্ষন প্রদানের জন্য সহযোগিতা করা। 

৩। চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল নির্মাতা ও সংগঠনকে সরকারি ও বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতা করা।

৪। জাতীয় চলচ্চিত্র নির্মাণ দল গঠন করা।

৫। বিনা সুদে শিল্প ব্যাংক থেকে নির্মাতাদের শিল্প ঋণ প্রদান করা।

৬। প্রতিটি জেলায় একটি সিনেপ্লেক্স,জেলা ও উপজেলায় একটি করে সিনেমা হল নির্মাণ করা।

৭। সেন্সরপত্র প্রদানের জটিলতা হ্রাস প্রদান পূর্বক ও বিনা ফিতে মান সম্পন্ন চলচ্চিত্রের সেন্সরপত্র প্রদান করা।

৮। প্রতিটি বিভাগে সেন্সরবোর্ড চালু করা, যাতে জেলায় নির্মাণকরা চলচ্চিত্রের সেন্সরের জন্য ঢাকায় যেতে না হয়।

৯। প্রতিটি বিভাগে চলচ্চিত্র উন্নয়ন কেন্দ্র স্থাপন করা, যেন চলচ্চিত্র নির্মাতাদের নির্মাণের সময় ঢাকা থেকে কোন টেকনিক্যাল যন্ত্রপত্র অধীক ব্যয়বহন করে লোকেসনে নিয়ে আসতে না হয়।

৯। প্রতিটি জেলায় একজন তরুণ নির্মাতা বের করে আনা এবং পৃষ্ঠপোষকতা করা।

১০। চলচ্চিত্রের অনুদান নিরপেক্ষভাবে প্রদান করা এবং সঠিক সময়ে তার নির্মাণ শেষ করা। 

১১। আন্তর্জাতিকভাবে চলচ্চিত্রের বাজারজাতকরণের যাবতীয় নীতি নির্ধারণ করা,আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও বিনিয়োগ উৎসব আয়োজন করা।

১২। চলচ্চিত্রের প্রবীণ ব্যক্তিদের মর্যাদা প্রদান পূর্বক সকল কলাকুশলীদের নিয়ম করে ভাতা প্রদান শুরু করা।

১৩। স্কুল থেকে শুরু করে সকল পর্যায়ে চলচ্চিত্রের পাঠ চালু করা।

প্রস্তাবনায় আরও নতুন কিছু যোগ করা যেতে পারে।

No comments