Breaking News

ডিজিটালাইজেশন হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর নগদ অর্থ

"International Workshop on Amplifying Beneficiary Impact and Experience in the G2P Digital Transformation”

দেশের তৃনমূল পর্যায়ের জনগণকে আর্থিক সেবাভুক্তির আওতায় নিয়ে আসা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাধীন নগদ অর্থ সহায়তা কার্যক্রম ডিজিটাইজেশনের লক্ষ্যে অর্থবিভাগের নেতৃত্বে এটুআই প্রোগ্রাম, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের সাথে একযোগে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় এটুআই প্রোগ্রামের আয়োজন ও বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং বিশ্ব ব্যাংকের সহায়তায় ১৮-১৯ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ( ক্রিস্টাল হল) ঢাকা তে ০২ দিন ব্যাপী আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম আজাদ, মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক), প্রধানমন্ত্রীর কার্যালয়। কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়ের নীতি নির্ধারক এবং প্রতিষ্ঠান প্রধান/প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া ২২ টি দেশ থেকে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের অতিথিরা অংশগ্রহণ করেন।
সূত্র:
Mohammad Masum Billah স্যার
National Consultant at UNDP, Bangladesh
Worked at a2i - Access to Information

No comments