Breaking News

"মানু" দু'অক্ষরের ছোট্ট একটি নাম

"মানু" দু'অক্ষরের ছোট্র একটি নাম। কিন্তু পীরগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগ,যুবলীগ ও অাওয়ামীলীগের রাজনীতিতে লড়াকু এই মুজিব সেনার অবদান বলা যায় সমুদ্রের সমান।
কারমাইকেল কলেজে অর্নাসে পড়ার সময়ও ছাত্রলীগের রাজনীতি করার অপরাধে মানুকে হত্যার উদ্দেশ্য পিঠ খুর দিয়ে সরল রেখার মতো চিরে দিয়েছিলো জামায়াত শিবিরের ক্যাডার বাহিনী। 
যে চিহ্ন, জ্বালা-যন্ত্রনা মানুকে বয়ে বেড়াতে হচ্ছে অাজও এবং বয়ে বেড়াতে হবে অাজীবন। 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অাদর্শের রাজনীতিতে মানুকে হাতে খড়ি দিয়ে ছিলাম অামি। 
তখন মানু শাহ অাব্দুর রউফ কলেজের উচ্চমাধ্যমিকের ১ম বর্ষের ছাত্র। 
ওই সময় উক্ত কলেজ ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। অামি তখন উপজেলা ছাত্রলীগের সভাপতি। 
পীরগঞ্জে ছাত্রলীগ করার মতো ছাত্রের খুবই সংকট ছিল। তারপরও শাহানুর-মতিয়ার পরিষদ নামে একটি প্যানেল দিয়ে ছিলাম। ওই প্যানেলে মানু ছিল ছাত্র মিলনায়তন সম্পাদক পদের প্রার্থী। 
সে সময়ের অনেক তিক্ত অভিজ্ঞতা অাছে অামার। অনেক সময় সব সত্যকথা বলা যায়না। শুধু এটুকু বলবো-ওই সময় অামাদেরকে সহায়তা করার লোকের অভাব ছিলো প্রকট। 
বর্তমান অাওয়ামীলীগের সম্পাদক শামীমের মতো কেউ থাকলে ছাত্রলীগের অবস্থা অনেক ভাল হতো। অাগেই বলেছি ছাত্রলীগ করার মতো কর্মী না থাকায় অসম্পুর্ন প্যানেল দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ছাত্রলীগ। এ নির্বাচনে মানু সর্ব্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। 
অামি মানুর সফলতা কামনা করি সব সময়। 
লিখেছেন: সাংবাদিক Sarwar Jahan 

No comments