Breaking News

বিস্ময়কর সুপার কম্পিউটার বানালো যুক্তরাষ্ট্র

কয়েক বছর ধরে চীনের কাছে পিছিয়ে থাকার পর আবারও বিশ্বের সবচেয়ে দ্রুতগতির  সুপার কম্পিউটার বানিয়েছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি দেশটির ডিপার্টমেন্ট অব এনার্জি ‘সামিট’ নামের নতুন এই মেশিন উন্মোচন করে। এই সুপার কম্পিউটার বানাতে কম্পিউটার নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান আইবিএম আর চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ারের সঙ্গে মিলে কাজ করা হয়েছে। এই কম্পিউটারের গাণিতিক ক্ষমতা বিস্ময়কর।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে আইবিএম প্রধান নির্বাহী জিনি রমেটি বলেন, আইবিএম এই সুপার কম্পিউটার বানিয়েছে। তিনি বলেন, এটি আসলেই আমাদের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। এটি দ্রুততম, সুপার কম্পিউটার।
এই কম্পিউটার সেকেন্ডে সর্বোচ্চ দুই লাখ ট্রিলিয়ন হিসাব করার ক্ষমতা রাখে। বর্তমানে আমেরিকার সবচেয়ে ক্ষমতাধর সুপার কম্পিউটার টাইটান-এর চেয়ে এটি আট গুণ বেশি ক্ষমতাধর। এটি বানাতে চার বছর লেগেছে বলে জানিয়েছেন রমেটি।
সামিটকে সামনের ‘রোমাঞ্চকর’ অগ্রগতির মাত্র শুরু হিসেবে আখ্যা দিয়েছেন এনভিডিয়া প্রধান নির্বাহী জেনসেন হুয়াং।

No comments