রাশিয়া বিশ্বকাপের গ্রুপ ডি’র দলগুলোর খেলোয়াড় তালিকা
ঘড়ির কাটা টিক টিক করতে
করতে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত রাশিয়া বিশ্বকাপ দ্বারপ্রান্তে চলে এসেছে।
হাতে আছে আর মাত্র কয়েকদিন। সাজ সাজ রব পড়ে পুরো রাশিয়া জুড়ে। উত্তেজনার
পারদে ভরপুর পুরো ফুটবল বিশ্ব। শেষ হয়েছে দলগুলোর চূড়ান্ত তালিকা দেয়ার
সময়। ফিফা থেকে ৪ জুনের মধ্যে চূড়ান্ত খেলোয়াড়ের তালিকা জমা দেয়ার জন্য সময়
বেঁধে দেয়া হয়েছিল। আমাদের পাঠকদের জন্য রয়েছে গ্রুপ ডি’র দলগুলোর
খেলোয়াড় তালিকা।
গ্রুপ ‘ডি’ চূড়ান্ত খেলোয়াড় তালিকা | ||
আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড | ||
কোচ : জর্জ সাম্পাওলি | ||
গোলরক্ষক | : | গুজমেন নাহুয়েল, ফ্রাঙ্কো আরমানি, উইলি কাবায়েরো। |
ডিফেন্ডার | : | গ্যাব্রিয়েল মারকাদো, ফেডেরিকো ফ্যাজিও, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান আনসালদি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, মার্কোস রোহো। |
মিডফিল্ডার | : | এভার বানেগা, জাভিয়ার মাশ্চেরানো, এডুয়ার্ডো সালভিও, লুকাস বিলিয়া, অ্যাঙ্গেল ডি মারিয়া, জিওভানি লো সেলসো, ম্যানুয়েল লানজিনি, ম্যাক্সিমিলিয়ানো মেজা, মার্কোস অ্যাকুনা। |
ফরোয়ার্ড | : | লিওনেল মেসি, ক্রিশ্চিয়ান পাভোন, পাওলো দিবালা, সার্জিয়ো আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন। |
আইসল্যান্ডের চূড়ান্ত স্কোয়াড | ||
কোচ : হেমির হালরিমসন | ||
গোলরক্ষক | : | হ্যানেস থর হ্যালডরসন, রুনার অ্যালেক্স রুনারসন, ফ্রেডেরিক স্ক্রাম। |
ডিফেন্ডার | : | ক্যারি আরনার্সন, অ্যারি ফ্রেয়ার স্কুলাসন, বিরকির মার সায়েভারসন, এসভেরির ইনগি ইগাসন, হোর্ডার ম্যাগনাসন, হোলমার ওর্ন আইজলফসন, র্যাগনার সিগার্ডসন। |
মিডফিল্ডার | : | জোহান বার্গ গুডমান্ডসন, বিরকির জারনাসন, অ্যারনর ইংভি ট্রস্টাসন, এমিল হ্যালফ্রেডসন, জিলফি সিগার্ডসন, ওলাফুর ইঙ্গি স্কুলাসন, রুরিক জিলাসন, স্যামুয়েল ফ্রিডজনসন, অ্যারোন গানারসন। |
ফরোয়ার্ড | : | আলফ্রেড ফিনবোগাসন, বোজর্ন বার্গম্যান সিগার্ডাসন, জন দ্যাদি বোদভার্সন, আলবার্ট গুডমান্ডসন। |
ক্রোয়েশিয়া চূড়ান্ত দল | ||
কোচ : জ্লাতকো দালিচ | ||
গোলরক্ষক | : | লভ্রে কালিনিচ, দানিজেল সুবাসিচ, দমিনিক লিভাকোভিচ। |
ডিফেন্ডার | : | ভেদ্রান করলুকা, দোমাগোজ ভিদা, ইভান স্ট্রাইনিচ, দেজান লোভরেন, সিমে ভ্রাসালজকো, হোসেপ পাইভেরিচ, টিন জেডভাজ, মাতেজ মিত্রোভিচ, দুজে সেলেটা-কার। |
মিডফিল্ডার | : | লুকা মড্রিচ, ইভান রাকিটিচ, মাতিও কোভাকিচ, মিলান বাডেলজ, মার্সেলো ব্রোজোভিচ, ফিলিপ ব্র্যাডারিচ। |
ফরোয়ার্ড | : | মারিও মানজুকিচ, ইভান পারিসিচ, নিকোলা কালিনিচ, আন্দ্রে ক্রামারিচ, মার্কো পিজাকা, আন্তে রেবিচ। |
নাইজেরিয়ার চূড়ান্ত স্কোয়াড | ||
কোচ : গার্নট রোর | ||
গোলরক্ষক | : | ফ্রান্সিস উঝো, ইকেচু এজেনওয়া, ড্যানিয়েল আকপি। |
ডিফেন্ডার | : | এলডারসন ইচিজি, কেনেথ অমেরো, উইলিয়াম ট্রোস্ট একন, লিওন বালোগান, শেহু আব্দুল্লাহি, টাইরন ইবুই, চিদোজি ওয়াজিম, ব্রায়ান ইদু। |
মিডফিল্ডার | : | ওঘনেকার ইতেব, জন অবি মিকেল, উইলফ্রেড দিদি, ওগেনি ওনাজি, জন ওগু, জোয়েল অবি। |
ফরোয়ার্ড | : | ভিক্টর মোসেস, আহমেদ মুসা, ওডিওন ঘালো, কেলেচি হেনাচো, সিমিওন ওয়াংকো অ্যালেক্স অবি। |
No comments