Breaking News

যে পাসওয়ার্ডগুলো মানুষ ব্যবহার করছে, কিন্তু এটা ঠিক না

চারিদিকে যখন মানুষ সাইবার থ্রেট নিয়ে চিন্তিত সেই সময়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটি এক রিপোর্টে সবাই হতবাক হয়েছে। তারা সমীক্ষা করে জানিয়েছেন, মানুষ প্রায় ৬ কোটিরও বেশি যে পাসওয়ার্ড ব্যবহার করছে তা খুব অনিরাপদ। আর এ কারণেই ঘটছে হ্যাকের মতো ঘটনা।আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, গতবছর ২০১৭ জুড়ে দেখা গেছে সোশ্যাল মিডিয়া বা অনলাইনে মানুষ সবচেয়ে অনিরাপদ পাসওয়ার্ডই ব্যবহার করেছে। যা ঠিক না। অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার ক্ষেত্রে মানুষের আরও সচেতন হওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থার মতে, সবচেয়ে বেশি যে পাসওয়ার্ডগুলো মানুষ ব্যবহার করেছে, তার মধ্যে রয়েছে —
১। ‘qwerty’ বা ‘12345’-এর মতো পরপর লেখা সংখ্যা বা অক্ষর।
২। ‘iloveyou’ বা ‘ihateyou’ জাতীয় পরিচিত ছোট বাক্য।
৩। বহু ব্যবহৃত স্ল্যাং।
৪। কোকাকোলা, প্লেবয়, লিংকডইন-এর মতো বিখ্যাত ব্র্যান্ডের নাম।
৫। বিখ্যাত সিনেমা বা প্রিয় ফুটবল ক্লাবের নামও অনেকে ব্যবহার করেছেন।
অধিকাংশ মানুষেরই এখন এত সংখ্যক অ্যাকাউন্ট এবং আলাদা আলাদা পাসওয়ার্ড, তা মনে রাখা সত্যিই কঠিন কাজ। তাই বলে এত সহজে অনুমান করার মতো পাসওয়ার্ড রাখাও এক ভয়াবহ প্রবণতা বলেই প্রযুক্তিবিদদের মত।

No comments