Meena Media Award 2018 ।। UNICEF Bangladesh
প্রিন্ট/অনলাইন মাধ্যম | প্রতিবেদন (সংবাদ প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন, উপসম্পাদকীয়) |
প্রিন্ট/অনলাইন মাধ্যম | সৃজনশীল লেখা (নিবন্ধ, ফিচার, গল্প, কবিতা) |
ভিজ্যুয়াল মাধ্যম | ভিডিওগ্রাফিসহ প্রতিবেদন (সংবাদ প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন) |
ভিজ্যুয়াল মাধ্যম | ভিডিওগ্রাফিসহ সৃজনশীল অনুষ্ঠান (ফিচার, প্রামাণ্য চিত্র, তথ্যচিত্র, আ্যানিমেশন, নাটক, সংগীত) |
রেডিও | প্রতিবেদন (সংবাদ প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন) |
রেডিও | সৃজনশীল অনুষ্ঠান (রেডিও ফিচার/অনুষ্ঠান, প্রামাণ্য প্রতিবেদন, নাটক, সংগীত) |
নিউজ ফটোগ্রাফী | অনলাইন/প্রিন্ট মাধ্যম |
প্রত্যেকটি বিভাগের জন্য পুরস্কারগুলো হলো:
প্রথম পুরস্কার: | একটি ক্রেস্ট, সনদপত্র ও ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা |
দ্বিতীয় পুরস্কার: | একটি ক্রেস্ট, সনদপত্র ও ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা |
তৃতীয় পুরস্কার: | একটি ক্রেস্ট, সনদপত্র ও ১৫,০০০ (পনের হাজার) টাকা |
- জমা দেওয়া বিষয়গুলো ২০১৭-এর ০১ মে থেকে ২০১৮-এর ৩০ এপ্রিল সময়কালের মধ্যে প্রকাশিত/প্রচারিত হতে হবে।
- প্রিন্ট/অনলাইন মাধ্যম-এ আবেদনের ক্ষেত্রে আপনার প্রতিবেদন বা সৃজনশীল লেখাটি যেভাবে প্রকাশিত হয়েছে ঠিক সেটির স্ক্যান কপি এবং যে মিডিয়াতে প্রকাশিত হয়েছে তার নামসহ আপলড করতে হবে অথবা অনলাইনের লিংকটি দিতে হবে।
- ভিজ্যুয়াল মাধ্যম-এ আবেদনের ক্ষেত্রে আপনার প্রতিবেদন বা সৃজনশীল অনুষ্ঠানটি যেভাবে প্রচারিত হয়েছে ঠিক সেভাবেই ভিডিওটি MPEG4/MP4 ফরমেটে গুগুল ড্রাইভ, ওয়ান ড্রাইভ বা ড্রপবক্স-এ আপলড করে লিংকটি শেয়ার করতে হবে। তবে এই লিংকটি অবশ্যই আগামী ১৫ জুন ২০১৮ পর্যন্ত কার্যকর থাকতে হবে।
- রেডিও মাধ্যম-এ আবেদনের ক্ষেত্রে আপনার প্রতিবেদন বা সৃজনশীল অনুষ্ঠানটি যেভাবে প্রচারিত হয়েছে ঠিক সেভাবেই অডিওটি MP3 ফরমেটে গুগুল ড্রাইভ, ওয়ান ড্রাইভ বা ড্রপবক্স-এ-এ আপলড করে লিংকটি শেয়ার করতে হবে। তবে এই লিংকটি অবশ্যই আগামী ১৫ জুন ২০১৮ পর্যন্ত কার্যকর থাকতে হবে।
- নিউজ ফটোগ্রাফী-তে আবেদনের ক্ষেত্রে আপনার ছবিটি যেভাবে প্রকাশিত হয়েছে ঠিক সেভাবেই স্ক্যান কপি এবং যে মিডিয়াতে প্রকাশিত হয়েছে তার নামসহ আপলড করতে হবে। সাথে মূল ছবিটিও JPG ফরমেটে আপলড করতে হবে।
- আবেদনপত্রটি অসম্পূর্ণ হলে অংশগ্রহণের অযোগ্যতা বিবেচিত/বাতিল হয়ে যেতে পারে।
- কেবলমাত্র চূড়ান্তভাবে মনোনীতদের সঙ্গেই যোগাযোগ করা হবে। অযাচিত যোগযোগ গ্রহণযোগ্য হবে না, বরং এতে অংশগ্রহণের অযোগ্যতা বিবেচিত/বাতিল হয়ে যেতে পারে।
- অংশগ্রহণকারী তার প্রকাশিত/প্রচারিত সর্বোচ্চ তিনটি খবর/ফিচার জমা দিতে পারবেন। তবে, পুরস্কারের জন্য একটিই বিবেচিত হবে।
- এই পুরস্কার প্রদানের সকল স্তরে সব ধরনের সিদ্ধান্ত গ্রহণের অধিকার ইউনিসেফের।
- আবেদন সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে পারেন infobangladesh@unicef.org
জমাদানের সময়সীমা: ০১ জুন ২০১৮
আজকেই আবেদন করুন
উৎস: UNICEF Bangladesh
No comments