Breaking News

Meena Media Award 2018 ।। UNICEF Bangladesh

প্রিন্ট/অনলাইন মাধ্যম প্রতিবেদন (সংবাদ প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন, উপসম্পাদকীয়)
প্রিন্ট/অনলাইন মাধ্যম সৃজনশীল লেখা (নিবন্ধ,  ফিচার, গল্প, কবিতা)
ভিজ্যুয়াল মাধ্যম ভিডিওগ্রাফিসহ প্রতিবেদন (সংবাদ প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন)
ভিজ্যুয়াল মাধ্যম ভিডিওগ্রাফিসহ সৃজনশীল অনুষ্ঠান (ফিচার, প্রামাণ্য চিত্র, তথ্যচিত্র, আ্যানিমেশন, নাটক, সংগীত)
রেডিও প্রতিবেদন (সংবাদ প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন)
রেডিও সৃজনশীল অনুষ্ঠান (রেডিও ফিচার/অনুষ্ঠান, প্রামাণ্য প্রতিবেদন, নাটক, সংগীত)
নিউজ ফটোগ্রাফী অনলাইন/প্রিন্ট মাধ্যম

প্রত্যেকটি বিভাগের জন্য পুরস্কারগুলো হলো:
প্রথম পুরস্কার: একটি ক্রেস্ট, সনদপত্র ও ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা
দ্বিতীয় পুরস্কার: একটি ক্রেস্ট, সনদপত্র ও ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা
তৃতীয় পুরস্কার: একটি ক্রেস্ট, সনদপত্র ও ১৫,০০০ (পনের হাজার) টাকা
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রযোজ্য শর্ত:
  • জমা দেওয়া বিষয়গুলো ২০১৭-এর ০১ মে থেকে ২০১৮-এর ৩০ এপ্রিল সময়কালের মধ্যে প্রকাশিত/প্রচারিত হতে হবে।
  • প্রিন্ট/অনলাইন মাধ্যম-এ আবেদনের ক্ষেত্রে আপনার প্রতিবেদন বা সৃজনশীল লেখাটি যেভাবে প্রকাশিত হয়েছে ঠিক সেটির স্ক্যান কপি এবং যে মিডিয়াতে প্রকাশিত হয়েছে তার নামসহ  আপলড করতে হবে অথবা অনলাইনের লিংকটি দিতে হবে।
  • ভিজ্যুয়াল মাধ্যম-এ আবেদনের ক্ষেত্রে আপনার প্রতিবেদন বা সৃজনশীল অনুষ্ঠানটি যেভাবে প্রচারিত হয়েছে ঠিক সেভাবেই ভিডিওটি MPEG4/MP4 ফরমেটে গুগুল ড্রাইভ, ওয়ান ড্রাইভ বা ড্রপবক্স-এ আপলড করে লিংকটি শেয়ার করতে হবে। তবে এই লিংকটি অবশ্যই আগামী ১৫ জুন ২০১৮ পর্যন্ত কার্যকর থাকতে হবে।
  • রেডিও মাধ্যম-এ আবেদনের ক্ষেত্রে আপনার প্রতিবেদন বা সৃজনশীল অনুষ্ঠানটি যেভাবে প্রচারিত হয়েছে ঠিক সেভাবেই অডিওটি MP3 ফরমেটে গুগুল ড্রাইভ, ওয়ান ড্রাইভ বা ড্রপবক্স-এ-এ আপলড করে লিংকটি শেয়ার করতে হবে। তবে এই লিংকটি অবশ্যই আগামী ১৫ জুন ২০১৮ পর্যন্ত কার্যকর থাকতে হবে।
  • নিউজ ফটোগ্রাফী-তে আবেদনের ক্ষেত্রে আপনার ছবিটি যেভাবে প্রকাশিত হয়েছে ঠিক সেভাবেই  স্ক্যান কপি এবং যে মিডিয়াতে প্রকাশিত হয়েছে তার নামসহ আপলড করতে হবে। সাথে মূল ছবিটিও JPG ফরমেটে আপলড করতে হবে।
  • আবেদনপত্রটি অসম্পূর্ণ হলে অংশগ্রহণের অযোগ্যতা বিবেচিত/বাতিল হয়ে যেতে পারে।
  • কেবলমাত্র চূড়ান্তভাবে মনোনীতদের সঙ্গেই যোগাযোগ করা হবে। অযাচিত যোগযোগ গ্রহণযোগ্য হবে না, বরং এতে অংশগ্রহণের অযোগ্যতা বিবেচিত/বাতিল হয়ে যেতে পারে।
  • অংশগ্রহণকারী তার প্রকাশিত/প্রচারিত সর্বোচ্চ তিনটি খবর/ফিচার জমা দিতে পারবেন। তবে, পুরস্কারের জন্য একটিই বিবেচিত  হবে।
  • এই পুরস্কার প্রদানের সকল স্তরে সব ধরনের সিদ্ধান্ত গ্রহণের অধিকার ইউনিসেফের।
  • আবেদন সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করতে পারেন infobangladesh@unicef.org
জমাদানের সময়সীমা: ০১ জুন ২০১৮

আজকেই আবেদন করুন

উৎস: UNICEF Bangladesh

No comments