স্যামসাং আনছে নতুন চার ফোন
নতুন চার ফোন আনছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠা
স্যামসাং। এগুলো জে সিরিজের ফোন। ফোনগুলো মে মাসের মধ্যেই বাজারে আসার কথা
রয়েছে। জে সিরিজের গ্যালাক্সি ফোনে থাকছে ইনফিনিটি ডিসপ্লে।
স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়েছে এ মাসেই প্রতিষ্ঠানটি জে সিরিজের নতুন চারটি ফোন বাজারে ছাড়বে। এগুলো হলো মধ্যম ঘরানার ফোন।
ফোনগুলো হবে বেজেললেস ডিসপ্লের। এতে ইমপ্রেসিভ ভিউইং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
জে সিরিজের নতুন এই ফোনে থাকছে এস-বাইক মোড, আল্টা ডাটা সেভিং মোড এবং আল্টা টার্বো স্পিড টেকনোলজি।
স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়েছে এ মাসেই প্রতিষ্ঠানটি জে সিরিজের নতুন চারটি ফোন বাজারে ছাড়বে। এগুলো হলো মধ্যম ঘরানার ফোন।
ফোনগুলো হবে বেজেললেস ডিসপ্লের। এতে ইমপ্রেসিভ ভিউইং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
জে সিরিজের নতুন এই ফোনে থাকছে এস-বাইক মোড, আল্টা ডাটা সেভিং মোড এবং আল্টা টার্বো স্পিড টেকনোলজি।
No comments