Breaking News

কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হয়?

চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন এলাকায় বাংলাদেশের আগে রোজা শুরু হয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করে যেমন রোজা শুরু বা শেষ হওয়ার তারিখ নির্ধারিত হয়, তেমনি সূর্যের উদয় বা অস্ত যাওয়ার ওপর নির্ভর করে রোজার সময়।
পৃথিবীর বিভিন্ন দেশে রোজার সময় নিয়ে পার্থক্য রয়েছে। এ বছর সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হচ্ছে গ্রীনল্যান্ডের বাসিন্দাদের। তাদের ২২ ঘন্টা রোজা রাখতে হচ্ছে।

আর সবচেয়ে কম সময় রোজা রাখতে হচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিকদের। অস্ট্রেলিয়ায় এবার রোজা রাখতে হচ্ছে ১১ ঘন্টা।
এবছর সবচেয়ে দীর্ঘ সময় থেকে রোজা রাখা দেশসমূহ হচ্ছে, ফিনল্যান্ড-২২ ঘন্টা, আইসল্যান্ড ও রাশিয়া-২০ ঘন্টা, যুক্তরাজ্য-১৯ ঘন্টা, চীন ও কানাডা-১৭ ঘন্টা, যুক্তরাষ্ট্র-১৫ থেকে ১৭ ঘন্টা, আফগানিস্তান-১৬ ঘন্টা, মরক্কো, মিশর, সৌদি আরব, লিবিয়া, ভারত ও বাংলাদেশ-১৫ ঘন্টা, সেনেগাল ও নাইজেরিয়া-১৪ ঘন্টা, কেনিয়া ও ইন্দোনেশিয়া-১৩ ঘন্টা এবং অস্ট্রেলিয়া-১১ ঘন্টা।

No comments