মোবাইলে ডাকবে পশু-পাখি
ছোট বাচ্চাদের মনে থাকে নানা প্রশ্ন। এই
সব প্রশ্নের ফাঁকে বাচ্চারা প্রায়ই জানতে চায় নতুন পশু-পাখি সম্পর্কে।
জানতে চায় পশু-পাখিরা কীভাবে ডাকে। নগর জীবনের ব্যস্ততায় বাচ্চাদের সরাসরি
পশু-পাখির ডাক শোনাতে পারেন না অনেক অভিভাবকই। তবে বাচ্চাদের কৌতূহল
মেটাতে পশুপাখির শব্দ শোনানো যাবে স্মার্টফোনে। ‘অ্যানিমেল সাউন্ড’ হলো
তেমনি একটি অ্যাপ।
এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচার সমূহ:
অ্যাপ্লিকেশনটিতে রয়েছে ১৩০টি পশু-পাখির শব্দ।
বিভিন্ন পশু-পাখির নাম আছে ৩৫টি ভাষায়।
চাইলে অ্যাপটি ব্যবহার করে পশু-পাখির ডাক রিংটোন হিসেবে ব্যবহার করা যাবে।
অ্যাপটির রয়েছে পশুপাখির এইচডি রেজুলেশনের ছবি। ফলে শব্দের পাশাপাশি প্রাণীর ছবিও দেখা যাবে।
বাচ্চারা যেন পশুপাখি সম্পর্কে সহজে জানতে পারে এর জন্য রয়েছে তিনটি বিশেষ গেইম।
অ্যাপ্লিকেশনটি অফলাইনেও কাজ করবে। তবে অনেকক্ষেত্রে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে।
চমৎকার এই অ্যাপ্লিকেশনটি এই ঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
No comments