কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ১ হাজার ৬৫০ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শূন্য পদগুলোয়
অস্থায়ীভাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই অধিদপ্তরে উপসহকারী
কৃষি কর্মকর্তা পদে এক হাজার ৬৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। পদটিতে নারী ও
পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
উপ সহকারী কৃষি কর্মকর্তা
উপ সহকারী কৃষি কর্মকর্তা
যোগ্যতা
পদটিতে এক হাজার ৬৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে কৃষিবিজ্ঞানে চার বছর মেয়াদি ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে। চাকরির বয়সীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।
পদটিতে এক হাজার ৬৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে কৃষিবিজ্ঞানে চার বছর মেয়াদি ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে। চাকরির বয়সীমা ৩০ বছর। নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।
যারা আবেদন করতে পারবেন
শেরপুর, কুষ্টিয়া, মেহেরপুর, খুলনা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনা, রাজবাড়ী জেলা ছাড়া সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শেরপুর, কুষ্টিয়া, মেহেরপুর, খুলনা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, বরগুনা, রাজবাড়ী জেলা ছাড়া সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
আবেদনের জন্য নির্ধারিত মডেল ফরম daesaao.teletalk.com.bd– এই ঠিকানা অথবা www.dae.gov.bd– এই ঠিকানা থেকে সংগ্রহ করা যাবে। প্রার্থীকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট daesaao.teletalk.com.bd– অথবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইটের www.dae.gov.bd– মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে Online registration কার্যক্রম সম্পন্ন করতে হবে।
আবেদনের জন্য নির্ধারিত মডেল ফরম daesaao.teletalk.com.bd– এই ঠিকানা অথবা www.dae.gov.bd– এই ঠিকানা থেকে সংগ্রহ করা যাবে। প্রার্থীকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট daesaao.teletalk.com.bd– অথবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইটের www.dae.gov.bd– মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে Online registration কার্যক্রম সম্পন্ন করতে হবে।
আবেদনের সময়সীমা
২৮ ফেব্রুয়ারি, ২০১৮ বিকেল ৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
২৮ ফেব্রুয়ারি, ২০১৮ বিকেল ৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
পাঁচগাছী ডিজিটাল সেন্টার, পীরগঞ্জ, রংপুর-এ অনলাইনে আবেদন ফরম পূরণ চলছে।
No comments