Breaking News

২০১৮-১৯ শিক্ষাবর্ষে নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির বিস্তারিত তথ্য

মহামান্য হাইকোর্ট বিভাগের দায়েরকৃত রিট পিটিশনের প্রেক্ষিতে নটর ডেম কলেজ ঢাকায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব নিয়মে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলোঃ

১। ভর্তি আবেদন ফরম বিতরণ :

ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের ১৭ মে সকাল ৯টা হতে ২১ মে রাত ১২টা পর্যন্ত সরাসরি ওয়েবাসাইট ndc.innovizz.com 
অথবা নটরডেম কলেজের নির্দিষ্ট ওয়েবসাইট
www.notredamecollege-dhaka.com থেকে অনলাইনে আবেদন করতে হবে। ভর্তির আবেদন করার নিয়মাবলি কলেজের ওয়েবসাইটে দেয়া আছে। ভর্তি প্রক্রিয়ার খরচ বাবদ ২০০/- টাকা রকেট-এর মাধ্যমে দিতে হবে।
 পূণঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তিত হবে ও ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করবে তাদের ঐদিনই কলেজে যোগাযোগ করতে হবে।
হটলাইন নম্বরঃ ০১৯৩৩৩২২৫৩০, ০১৯৩৩৩২২৫৩১, ০১৯৩৩৩২২৫৩২, ০১৯৩৩৩২২৫৩৩.

২। ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা :

বিজ্ঞান বিভাগ : বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) GPA-5.00, ব্যবসায় শিক্ষা বিভাগ : GPA-4.00 এবং মানবিক বিভাগ : GPA-3.00। এস.এস.সি.-তে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভাসর্নের জন্য আবেদন করতে পারবে না।

৩। বিভাগ পরিবর্তন :

বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে GPA-৪.৫০, বিজ্ঞান ও ব্যববসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে GPA-৩.৫০।
৪। আসন সংখ্যা: বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম-১৭৭০, ইংরেজি ভার্সন-২৯০, মানবিক বিভাগ: ৪০০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ: ৭৫০।
ভর্তি পরীক্ষাঃ আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। ২৪-২৭ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবাইকে নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী কলেজের নির্দিষ্ট কক্ষে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। ২৩ মে দৈনিক যুগান্তর পত্রিকার পাশাপাশি লেখাপড়া বিডি’তেও (আবেদনের ID নম্বর অনুযায়ী) ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হবে। এস.এস.সি.-তে প্রাপ্ত জিপিএ, কলেজে ভর্তির লিখিত  ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে।
৫। ভুল তথ্য প্রদান করলে ভতির্র অযোগ্য বলে বিবেচিত হবে।
৬। এস.এস.সি.’র সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বি.দ্র: যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফরম পরিধান ও নিয়মিত ক্লাস করতে চায় না এবং যারা ধূমপানে অভ্যস্থ তাদের আবেদন করার প্রয়োজন নেই বলে বিশেষভাবে অবহিত করা হয়েছে।

পরীক্ষার সময় সঙ্গে যা আনতে হবেঃ

  • ভর্তি আবেদনের প্রবেশপত্র।
  • এসএসসি পরীক্ষার ফলাফলের ইন্টারনেট প্রিন্ট কপি ও এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।
  • কালো বলপেন ও প্রয়োজনে ক্যালকুলেটর।
  • মুক্তিযোদ্ধা কোটায় (FQ) আবেদনকারীদের প্রাথমিকভাবে সনাক্তকরণের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় হতে প্রদত্ত সনদপত্রের ফটোকপি এবং সম্পর্ক প্রমাণের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট এর ফটোকপি।

1 comment: