গল্প নয় সত্য ঘটনা আজ থেকে ১০\১২ বছর আগে এক বয়স্ক মহিলা মারা গিয়েছিল
তাঁর কবর দেওয়ার জায়গা টুকু ছিল না তবে ঘরেই সাথে একটু জায়গা ছিল সেখানে
গরু বাধা হত অবশেষে সেখানে তার ছেলে কবর দিল, এবং কিছু দিন পর ঐ কবরের উপরে
গরু রাখা শুরু করে জায়গার অভাবে, সেখানে উপস্থিত ছিলেন আমাদের চেয়ারম্যান
ভাই, তিনি ওখান থেকে আসতে আসতে চিন্তা করলেন আমি তো মানুষের দুখে সবসময়ই
কিছু না কিছু করছি ।সেই চিন্তা চেতনা থেকে আজ তিনি কিছু টা সফল ।তিনি তখন
থেকেই ভাবছিলেন আমার ইউনিয়ন এ ১৭ টি গ্রাম গরীব অসহায় মানুষ গুলোর জন্য
সতেরো টি কবর স্থান বানাবো এবং ইতিমধ্যেই ৬টিগ্রামে কবর স্থান এর জায়গা
কিনেছেন ।আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন যেন বাকী কবর স্থান গুলো যেন কিনতে
পারেন ।আর কোন গরীব অসহায় মানুষ গুলোর যেন ঐ অবস্থা না হয় । ইতিমধ্যে
হিন্দু সম্প্রদায়ের সাথেও আলাপ হয়েছে । আল্লাহ যেন চেয়ারম্যান মিজানুর
রহমান মন্টু ভাই কে সবসময়ই সুস্থ রাখেন সেই দোয়াই করব।
No comments