এক অ্যাপে পাওয়া যাবে সব পুলিশের নম্বর
পুলিশের কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করা পুলিশ সদস্য মো. নাসির উদ্দিন
নিজের ব্যক্তিগত চেষ্টায় তৈরি করেছেন এমন এক অ্যাপ যেখানে পাওয়া যাবে দেশের
সব পুলিশ অফিসারদের ফোন নাম্বার।
দেশের নানান অরাজকতা কিংবা তাৎক্ষনিক পুলিশ সাহায্য পেতে সবাই নিজ নিজ
এলাকায় কিংবা ঘটনা যেখানে ঘটে উক্ত স্থানের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার ফোন
নাম্বার পাওয়া যাবে এক ক্লিকেই এমন অ্যাপ বানিয়েছেন এক পুলিশ সদস্য। এই
স্মার্টফোন অ্যাপ এ দেশের সকল পুলিশ অফিসারের ফোন নাম্বার দেয়া আছে।
মো. নাসির উদ্দিন মিডিয়াকে বলেন, ‘সাধারণ মানুষের উপকারে লাগার জন্যই এ
অ্যাপটি তৈরি করেছি। যত বেশি মানুষ এ অ্যাপের মাধ্যমে উপকার পাবে, তত ভালো।
এটি সম্পূর্ণ ফ্রি একটি অ্যাপ।’
উল্লেখ্য, ‘বাংলাদেশ পুলিশ ফোনবুক’
নামের এই অ্যাপে আপনি পুলিশের প্রধান কার্যালয়, বিভিন্ন রেঞ্জ পুলিশ, সারা
দেশের সব মহানগর পুলিশ, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ
(জিআরপি), পুলিশের বিশেষ শাখা (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ
ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রিভার পুলিশ, টুরিস্ট পুলিশ, আর্মড পুলিশ
ব্যাটালিয়ন (এপিবিএন), পুলিশের টেলিকম এবং ইনফরমেশন মিডিয়া, পুলিশ
প্রশিক্ষণ কেন্দ্র (পিটিসি), রাজারবাগ পুলিশ হাসপাতাল, র্যাবের
গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সব নম্বর পাবেন।
অ্যাপ ডাউনলোড লিঙ্ক: Bangladesh Police Phonebook
No comments