♥♥ সাফল্যগাথা একজন চেয়ারম্যান
লিখেছেন: Abdullahil Kafi Masum
#এস_এম_ফারুক_আহমদ
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১২ নং মিঠিপুর ইউনিয়ন। ২০১৬ সালের প্রথম দলীয় প্রতীকে ইউ পি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের চ্যালেঞ্জিং মনোনয়ন প্রাপ্ত প্রার্থী এস এম ফারুক আহমদ বিপুল ভোটে জয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
পীরগঞ্জের ১৫টি ইউনিয়নের ১১টি ইউনিয়নে এক যোগে নির্বাচনে শুধু ফারুক
ছাড়া সবারই বিজয় ছিল নিশ্চিত।
অনেক চড়াই-উৎরাই পেরিয়ে জয়লাভ করেও
অনেকের নিকট চক্ষুশুল হন। নির্বাচনের পর থেকে দিনের পর দিন ব্যতিক্রম কিছু কাজের মাধ্যমে অত্র এলাকায় আলোচনায় চলে আসেন ফারুক।
প্রত্যেকটি কাজই অনুকরনীয়, দর্শনীয়,ব্যতিক্রম -যা বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সকল কাজেই প্রসংসার দাবীদার ফারুক এখন ১২ নং ইউনিয়নের জন্য #মডেল_চেয়ারম্যান
আমরা তাঁর প্রতিটি কাজের সাফল্য কামনা করি, তাঁর মত প্রতিবাদী ও দুঃসাহসী কাজের জন্য উৎসাহ প্রদান করে দোয়া করি-সে যেন তাঁর কাজের মাধ্যমে পিতা #মরহুম_আবু_হোসেন_সরকারের মত সকলের হৃদয়ে স্থান করে নিতে পারে।
দিন বদলের কারিগর ফারুকের জন্য শুভ কামনা।
অনেক চড়াই-উৎরাই পেরিয়ে জয়লাভ করেও
অনেকের নিকট চক্ষুশুল হন। নির্বাচনের পর থেকে দিনের পর দিন ব্যতিক্রম কিছু কাজের মাধ্যমে অত্র এলাকায় আলোচনায় চলে আসেন ফারুক।
প্রত্যেকটি কাজই অনুকরনীয়, দর্শনীয়,ব্যতিক্রম -যা বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সকল কাজেই প্রসংসার দাবীদার ফারুক এখন ১২ নং ইউনিয়নের জন্য #মডেল_চেয়ারম্যান
আমরা তাঁর প্রতিটি কাজের সাফল্য কামনা করি, তাঁর মত প্রতিবাদী ও দুঃসাহসী কাজের জন্য উৎসাহ প্রদান করে দোয়া করি-সে যেন তাঁর কাজের মাধ্যমে পিতা #মরহুম_আবু_হোসেন_সরকারের মত সকলের হৃদয়ে স্থান করে নিতে পারে।
দিন বদলের কারিগর ফারুকের জন্য শুভ কামনা।
No comments