Breaking News

পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা আর হবে না

চলতি বছর থেকে আর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা হবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।


গত ১৮ মে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করে সরকার। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগামী বছর থেকে অষ্টম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল।
এরপর থেকে পঞ্চম শ্রেণিতে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা হবে কি-না তা নিয়ে অভিভাবকদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব দেখা দেয়।
কিছু অভিভাবক এ বছর থেকেই পঞ্চম শ্রেণি থেকে সমাপনী পরীক্ষা উঠিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন। পাশাপাশি একই বিষয়ে আদালতে একটি রিটও করা হয়েছে।
সেখানে কেন এ বছর থেকে এ পরীক্ষা বাতিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এমন প্রেক্ষাপটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন এই সিদ্ধান্ত নিল।
উৎস: Independent24

No comments