রংপুরে নতুন একটি উপজেলা হচ্ছে
রংপুরে আরও
একটি নতুন উপজেলা গঠণের প্রক্রিয়া শুরু হয়েছে।
পীরগঞ্জ ও
মিঠাপুকুর উপজেলাকে ভেঙে ভেন্ডাবাড়ি নামে এ উপজেলার ৯টি ইউনিয়ন মিলে আয়তন হবে
২৩৫.১২ বর্গ কিলোমিটার ও জনসংখ্যা হবে ১ লাখ ৯৬ হাজার ২৮০ জন। ইতোমধ্যেই
ভেন্ডাবাড়ি উপজেলা গঠন সংক্রান্ত তিন সদস্যের প্রস্তাব প্রেরণ কমিটি করা হয়েছে।
প্রস্তাব
প্রেরণ কমিটির আহ্বায়ক ও পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুদার রহমান
জানান, নতুন উপজেলা গঠন প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে স্থানীয় উপজেলা নির্বাহী
অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে সেটি নির্বাহী
অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছিল।
রংপুর জেলা
প্রশাসক অফিস সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ভেন্ডাবাড়ি উপজেলাটিতে পীরগঞ্জ উপজেলার
চৈত্রকল, ভেন্ডাবাড়ি, বড়দরগা, কুমেদপুর, টুকুরিয়া এবং মিঠাপুকুরের বড়বালা, বালুয়া
মাসিমপুর, মিলনপুর ও গোপালপুর নামে ৯টি ইউনিয়ন রয়েছে।
জেলা প্রশাসক
রাহাত আনোয়ার বলেন, পীরগঞ্জ উপজেলা অফিসারের মাধ্যমে ভেন্ডাবাড়ি উপজেলা গঠন
প্রস্তাবটি পেয়েছি। বিষয়টি যাচাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এর আগে ২০০৮
সালে ২৪ ডিসেম্বর পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী এক জনসভায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পীরগঞ্জের ভেন্ডাবাড়িকে উপজেলা করার প্রতিশ্রুতি
দিয়েছিলেন।