Breaking News

ডিজিটাল সেন্টার থেকে হজ্ব গমনেচ্ছুদের প্রাক নিবন্ধন

 

আপনি জানেন কি আগামী সপ্তাহ থেকে দেশের সকল (৫২৭৫টি) ইউনিয়ন, পৌরসভা ও সিটি ডিজিটাল সেন্টার থেকে হজ্ব গমনেচ্ছুদের প্রাক নিবন্ধন শুরু হচ্ছে...
হজ্ব গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি নিয়ে ডিজিটাল সেন্টারে যেতে হবে। উদ্যোক্তা  দ্রুততম সময়ে ক্রমিক নম্বর সম্বলিত নিবন্ধনের হার্ডকপি নাগরিককে সরবরাহ করবেন। পরব‍র্তীতে এই কাগজের ফটোকপি দিয়ে সোনালী ব্যাংকের নিকটস্থ শাখায় রেজিষ্ট্রেশন ফি জমা দিবেন। ধর্ম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক ক্রমিক নম্বর অনুযায়ী প্রাক-নিবন্ধনকারীদের হজের জন্য আহবান করা হবে। সরকারি বেসরকারি যেকোনো হজ্বযাত্রীদের নিবন্ধন করতে হবে এবং বছর জুড়েই এই প্রাক নিবন্ধন কা‍র্যক্রম চলবে। এই পদ্ধতিতে বিগত বছরের তূলনায় হজ্বের নিবন্ধন প্রক্রিয়া আরো সহজ এবং হয়রানিমুক্ত উপায়ে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে ।