Breaking News

ব্রাউজিং ফ্রি


এটুআই এবং বাংলালিংকের মধ্যে হয়ে গেলো একটি সমঝোতা স্মারক। এই চুক্তির আলোকে বাংলালিংকের গ্রাহকরা বিনামূল্যে সরকারী পোর্টাল জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd) এবং এর অন্তর্গত ৬১ টি মন্ত্রনালয়/বিভাগ, ৩৫১ টি অধিদপ্তর, ০৮ টি বিভাগ , ৬৪ টি জেলা, ৪৮৯ টি উপজেলা, ৪৫৫০ টি ইউনিয়ন সহ ৪৫০০০+ সরকারি অফিসের ওয়েব সাইট ব্রাউজ করতে পারবেন।