Breaking News

১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৬ । স্কীনশর্টসহ দেখে নিন কিভাবে আবেদন ফরম পূরন করবেন।


আবারও শুরু হতে যাচ্ছে অনলাইনে ১৩তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৬  । 
প্রথমে http://ntrca.teletalk.com.bd/home.php সাইড থেকে উক্ত ওয়েব সাইডে প্রবেশ করুন-




অতপর

অত:পর
অতপর

টেলিটক সীমের মাধ্যমে পরীক্ষার ফি পাঠনের নিয়মাবলী
Online-এ আবেদনের পর (Application Form) যথাযথ ভাবে পূরন করে নির্দেশনা মতো ছবি ও Signature upload করে আবেদন পত্র Submit সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ  Application Preview দেখা যাবে। নির্ভূল ভাবে আবেদন submit হলে প্রার্থী একটি User ID ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংরক্ষন করবেন। Applicant’s কপিতে প্রদত্ত User ID ব্যবহার করে প্রার্থী নিম্মোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২টি  SMS করে পরীক্ষার ফি ৩৫০ টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
প্রথম SMS  NTRCA<space>User ID Send 16222
দ্বিতীয় SMS NTRCA<space>Yes<Space>PIN Send 16222