‘ইয়াং গ্লোবাল লিডার’ মনোনীত হলেন প্রতিমন্ত্রী পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে
‘ইয়াং গ্লোবাল লিডার’ হিসেবে মনোনীত করেছে সুইজারল্যান্ডভিত্তিক অলাভজনক
প্রতিষ্ঠান ‘দ্য ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম’। আগামীর পৃথিবী রূপায়নে সম্ভাব্য অবদানের
স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছে।
২০১৬ সালের জন্য তিনি ইয়াং গ্লোবাল লিডার মনোনীত হয়েছেন।
বুধবার বিকেলে সংস্থাটি পলকসহ ৪০ বছরের কম বয়সী বিশ্বের অন্যান্য যুব বিশ্বনেতাদের
নাম তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। ‘ইয়াং গ্লোবাল লিডার ২০১৬’ নির্বাচনের ক্ষেত্রে
ফোরাম উল্লেখ করে, ‘তার নেতৃত্ব গুণে পেশাদারি কর্ম সম্পাদন, সমাজের প্রতি
অঙ্গীকার এবং আগামীর পৃথিবী রূপায়নে সম্ভাব্য অবদানের স্বীকৃতি হিসেবে এই
সম্মাননায় ভূষিত করা হলো’।
দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে প্রতিমন্ত্রী এ মনোনয়ন পান বলে জানান,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের। সুইজারল্যান্ড
ভিত্তিক এই থিংকট্যাংক প্রতিষ্ঠানটি প্রতি বছরই সারা পৃথিবী থেকে নিজ নিজ
কর্মক্ষেত্রে ঔজ্জ্বল্য ছড়ানো ৪০ বছরের কম বয়সী ব্যক্তিবর্গকে এ সম্মাননা প্রদান
করে থাকে।
এ মনোনয়নের ফলে জুনাইদ পলক আগামী পাঁচ বছর ফোরামের সকল
কনফারেন্স ও কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবেন এবং ফোরাম মনোনীত ব্যক্তির অনন্য
উদ্যোগে সহযোগিতা করবেন।
বর্তমানে জার্মানির হ্যানোভারে অনুষ্ঠিত সেন্টার ফর অফিস
অটোমেশন, ইনফরমেশন, ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড টেলিকমিউনিকেশনে (সিইবিআইটি)
অংশগ্রহণ করছেন পলক।
মনোনয়ন প্রাপ্তিতে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ওয়ার্ল্ড
ইকোনমিক ফোরামের এই স্বীকৃতিতে আমি সম্মানিত। এর মাধ্যমে বৈচিত্র্যপূর্ণ বৈশ্বিক
সম্প্রদায়ের সঙ্গে আরও বিস্তৃতভাবে কাজ করার সুযোগ তৈরি হলো’।
মন্ত্রিসভার কনিষ্ঠতম সদস্য পলক মাত্র ২৮ বছর বয়সে ২০০৮ সালে
সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৪ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি
২০১৪ সালের ১২ ডিসেম্বর প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে বর্তমান
মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে কর্মকাণ্ড শুরু করেন। তথ্যপ্রযুক্তি
ব্যবহারের মাধ্যমে জনসাধারণের জীবন-মান উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করে
চলেছেন।
বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা-শিল্প,
উদ্ভাবন, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা এবং ই-গভর্নেন্স ও ই-সেবা প্রদান কার্যক্রম
সম্প্রসারণে অসামান্য অবদান রেখে চলেছেন পলক। ইন্টারনেটের বিস্তার, ডিজিটাল
কন্টেন্ট সমৃদ্ধি, অনলাইন শিক্ষা, ই-কৃষি, টেলিমেডিসিন, হাইটেক পার্ক ইত্যাদি
কার্যক্রমে তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব
ওয়াজেদ জয় ২০০৭ সালে মর্যাদাপূর্ণ এ মনোনয়ন পান।
ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, গুগলের সহ-প্রতিষ্ঠাতা
ল্যারি পেজ, ই-কমার্স সাইট আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা এবং খ্যাতিমান অভিনেতা
লিউনার্দো ডিক্যাপ্রিউ’র মতো প্রখ্যাত ব্যক্তিবর্গও বিভিন্ন সময় গ্লোবাল ইয়ং
লিডার মনোনয়ন পেয়েছিলেন।
২০১৬ সালের জন্য তিনি ইয়াং গ্লোবাল লিডার মনোনীত হয়েছেন। বুধবার বিকেলে
সংস্থাটি পলকসহ ৪০ বছরের কম বয়সী বিশ্বের অন্যান্য যুব বিশ্বনেতাদের নাম
তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। ‘ইয়াং গ্লোবাল লিডার ২০১৬’ নির্বাচনের
ক্ষেত্রে ফোরাম উল্লেখ করে, ‘তার নেতৃত্ব গুণে পেশাদারি কর্ম সম্পাদন,
সমাজের প্রতি অঙ্গীকার এবং আগামীর পৃথিবী রূপায়নে সম্ভাব্য অবদানের
স্বীকৃতি হিসেবে এই সম্মাননায় ভূষিত করা হলো’।
দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে প্রতিমন্ত্রী এ মনোনয়ন পান বলে জানান, তথ্য ও
যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের। সুইজারল্যান্ড
ভিত্তিক এই থিংকট্যাংক প্রতিষ্ঠানটি প্রতি বছরই সারা পৃথিবী থেকে নিজ নিজ
কর্মক্ষেত্রে ঔজ্জ্বল্য ছড়ানো ৪০ বছরের কম বয়সী ব্যক্তিবর্গকে এ সম্মাননা
প্রদান করে থাকে।
এ মনোনয়নের ফলে জুনাইদ পলক আগামী পাঁচ বছর ফোরামের সকল কনফারেন্স ও
কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবেন এবং ফোরাম মনোনীত ব্যক্তির অনন্য উদ্যোগে
সহযোগিতা করবেন।
- See more at: http://www.bbarta24.net/science-and-technology/2016/03/16/25174#sthash.ep38WTgq.dpuf