Breaking News

স্মার্টফোনের চার্জ বাঁচাবে ‘প্যাসিভ ওয়াই-ফাই’

phone1457595183

স্মার্টফোন আছে তো চার্জের যন্ত্রণা অবধারিত। আর যদি স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করেন তো কথাই নেই। হু হু করে চার্জ কমতে থাকে।



এখন কথা হলো, স্মার্টফোন কিনে কি কেউ হাতে নিয়ে বসে থাকার জন্যে। নাকি ইন্টারনেটে নানাভাবে যুক্ত হতে? কেউ যুক্ত থাকেন সামাজিক মাধ্যমগুলোতে আবার কেউ ইন্টারনেটে নানা ধরনের তথ্য খুঁজেন। ফলে স্মার্টফোনের এখন বেসিক চাহিদা হচ্ছে ইন্টারনেট সেবা।

কিন্তু সেই মৌলিক চাহিদা মেটাতে গেলে চার্জ ফুরায় অত্যন্ত দ্রুত। তাই কেউ চার্জার নিয়ে ঘুরেন আবার কেউ ঘুরেন পাওয়ার ব্যাংক নিয়ে।

তবে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের কিছু ইলেকট্রিক ইঞ্জিনিয়ার দাবি করেছেন, তাদের উদ্ভাবন এসব সমস্যার সমাধান দেবে। তারা তারবিহীন ইন্টারনেটের জন্যে আবিষ্কার করেছেন এমন এক হার্ডওয়্যার, যা কিনা বর্তমানে ওয়াই-ফাই ইন্টারনেটের হার্ডওয়্যারের চেয়ে ১০,০০০ গুণ কম পাওয়ার কনজিউম করবে!

আর যদি এই হার্ডওয়্যার ওয়াই-ফাই এবং মোবাইল দুটোতেই ব্যবহার করা যায় তবে নাকি বিনা পাওয়ার খরচেই ইন্টারনেট চালানো সম্ভব। অর্থাৎ মোবাইলে ইন্টারনেট চালালেও কোনো ব্যাটারি খরচ হবেনা বা হলেও তা খুব সামান্য। কারণ, বর্তমানে ওয়াই-ফাই ইন্টারনেটের জন্যে যে হার্ডওয়্যার ডিভাইস ব্যবহার করা হচ্ছে তাতে ডাটা ট্রান্সফার করতে রেডিও সিগন্যাল লাগে ডাবল। ফলে পাওয়ার খরচ হয় বেশি।

উদ্ভাবিত নতুন হার্ডওয়্যার শুধু মোবাইলের জন্যেই নয়, রেডিও সিগন্যাল ট্রান্সফারের জন্যে স্থাপিত বড় বড় টাওয়ারে যুক্ত ডিভাইসের পাওয়ারও বাঁচাতে পারবে। প্রকৃতপক্ষে এটা বর্তমানে ব্যাপকহারে ব্যবহৃত পাওয়ার কনজিউম বাঁচাতেই কাজ করে যাচ্ছে। আর তার সুফল আসবে ছোট ছোট ডিভাইস বা মোবাইলেও।

সিঙ্গেল রেডিও সিগন্যালে কাজ করা এই হার্ডওয়্যার বর্তমানে পরীক্ষাধীন আছে। খুব দ্রুতই এর প্রকৃত সম্ভাব্যতা যাচাই হবে। এবং এর বাণিজ্যিক প্রসারেও চিন্তা করা হচ্ছে। যদি এই প্রকল্পটি সফল হয় তবে তারবিহীন ইন্টারনেটের জগতে আসবে বিপ্লব। কারণ বিজ্ঞানীরা ৫জি ইন্টারনেট নিয়েও অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। সামনের কয়েক বছরের ভেতর চলে আসবে অসম্ভব গতি সমৃদ্ধ ৫জি ইন্টারনেট। তার সঙ্গে যদি যুক্ত হয় ব্যাটারির সক্ষমতা, তবে ডিজিটাল ওয়ার্ল্ডের গতি কি হতে পারে ভাবা যায়?

যদি এক চার্জে একজন প্রযুক্তিপ্রেমী মানুষ দিনভর তার আরো উচ্চক্ষমতা সম্পন্ন মোবাইলে ৫জি ইন্টারনেট চালাতে সক্ষম হন, তবে তথ্যপ্রযুক্তি খাতের বিপ্লব হয়তো ছাড়িয়ে যাবে পৃথিবীর ইতিহাসের সকল বিপ্লবকে। এখন শুধুই অপেক্ষা কখন আসবে এই প্যাসিভ ওয়াই-ফাই। আর কবে আমরা মুক্ত হব ঘনঘন মোবাইলে চার্জ দেয়া থেকে।