Breaking News

৮ম হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হলেন সুপিন বর্মন


৮ম হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫ এ বাংলাদেশ থেকে জুরিবোর্ডের সদস্য হিসেবে আমন্ত্রণ পেলেন চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সংগঠক সুপিন বর্মন।  উত্তর ভারতের হরিয়ানা রাজ্যের ঐতিহাসিক কুরুক্ষেত্রে আগামি ১২ নভেম্বর থেকে শুরু হবে উৎসবটি এবং শেষ হবে ১৫ নভেম্বর। 'সংস্কৃত' এর আয়োজনে ৪ দিনব্যাপি ৮ম হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর বসবে কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় মিলনায়তনে,গত বছরও এই ভেন্যুতে সফলভাবে শেষ হয় উৎসবটি।  হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতিবছর বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতাদের একত্রিত করে।  ফিচার ফিল্ম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র, ওয়েব সিরিজ প্রদর্শনের মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রকে হরিয়ানার সাথে সংযুক্ত করে। একইসাথে এটি স্থানীয় হরিয়ানভি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচার করে এবং চলচ্চিত্র নির্মাণে আগ্রহী তরুণ প্রতিভাদের অনুপ্রাণিত করে।
জুরি সদস্য ও নির্মাতা সুপিন বর্মন জানান গত টানা দু বছর হরিয়ানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ' বিবর্ণ প্রহর ও আ লেটার অব পোস্টমাস্টার '  স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে অংশগ্রহণ করে দুই বারই শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছি আমি । প্রথমবার কার্নাল শহরে এবং দ্বিতীয়বার কুরুক্ষেত্রে অনুষ্ঠিত এ উৎসবে যোগদান করে দারুণ অভিজ্ঞতা অর্জন করেছি। আমার দেখা অসাধারণ আয়োজন এটি। তবে এইবারের অংশগ্রহণটা একটু আলাদা। অসংখ্য  মেধাবী নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখার পাশাপাশি   বিচারিক কাজ করার দারুণ অভিজ্ঞতাও সঞ্চয় হবে আমার । এই উৎসবে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো অসংখ্য তরুণ তরুণীর উচ্ছ্বাসভরা অংশগ্রহণ। হাজার হাজার দর্শকের প্রাণবন্ত উপস্থিতি আপনাকে সত্যি মুগ্ধ করবে। উৎসব পরিচালক ধার্মেন্দার ডাঙ্গী বলেন, বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা,কলাকুশলীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এখানে ফলে সকলের সাথে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি ও ভাবের আদানপ্রদান করার দারুণ মুহূর্ত তৈরি হয়। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা যে প্রতিবছর আমরা বাংলাদেশের চলচ্চিত্র পেয়ে থাকি। সেই সূত্রে  সুপিন বর্মনের সাথে পরিচয়। তিনি একাধারে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক এবং আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা। মূলত তার আমন্ত্রণেই আমাদের বাংলাদেশ ভ্রমণ করার দারুণ সুযোগ হয়েছিলো ২০২৩ সালে। সুযোগ পেলে আবার যাবো বাংলাদেশে । সুপিন বর্মন বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক এবং অনেকগুলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্মাতা যা ইতোমধ্যে তাকে নির্মাতা হিসেবে পরিচিত করেছে, পেয়েছেন দেশ বিদেশের অনেক পুরস্কার । বগুড়ায় বসে চলচ্চিত্র নিয়ে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলীদের সাথে গড়ে তুলেছেন সুসম্পর্ক তাইতো প্রতিবছর বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে  ছুটে আসেন  চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলীরা। সুপিন বর্মন এই প্রথম জুরি সদস্য হয়ে দেশের বাহিরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এর আগে তিনি কলকাতার বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের অঙ্কুর চলচ্চিত্র উৎসবে  ফিল্ম সিলেকশন বোর্ডের সদস্য হিসেবে কাজ করেছেন। ভিসা জটিলতা না থাকলে তিনি আগামি ১০ নভেম্বর হরিয়ানার উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানা যায়।

No comments