Breaking News

জন্ম সনদের বিষয়ে আসছে কঠোর নীতিমালা

শিশুর জন্ম নিবন্ধন করতে শিশুর টিকা কার্ড, পিতা - মাতার জন্ম সনদ এবং পিতা- মাতার ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। সেই সাথে অনলাইনে পেমেন্ট মাধ্যমও যুক্ত হচ্ছে।
যারা জন্ম সনদ লাগবেনা বলে এড়িয়ে গেছেন তারা পড়বেন মহা বিপদে।
এসব তথ্য অনলাইন আবেদনের সাথে স্ক্যান করে আপলোড না করলে অনলাইনে আবেদন গ্রহনই করবে না।
১৮০ দিন অর্থাৎ ৬ মাসের পর করা যাবেনা শিশুর জন্ম নিবন্ধন।
যারা বয়স কমিয়ে জন্ম সনদ করার অপেক্ষায় শিশুর জন্ম সনদ করছেন না তারা কোন ভাবেই সাকসেস হবেন না।
শিশুর জন্ম নিবন্ধন ৪৫ দিনের মধ্যে প্রয়োজন।
জটিলতায়/ সমস্যায় না পড়ে আপনার শিশুর বয়স ৪৫ দিন পূর্ণ হওয়ার আগেই শিশুর জন্ম নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ রইল।

No comments