ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতে ”ফায়ারম্যান (পুরুষ)” পদে নিয়োগ
ফায়ারম্যান (পুরুষ) নিয়োগঃ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতে ”ফায়ারম্যান (পুরুষ)” পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগামী ০৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
.
পদের নামঃ ফায়ারম্যান (পুরুষ)
বেতনস্কেলঃ ৮৮০০-২১৩০১০ টাকা
বয়সসীমাঃ আগস্ট ১, ২০১৮ তারিখে ২০ বছর।
.
শিক্ষাগত যোগ্যতাঃ
পুরুষ প্রার্থী- নূন্যতম এএসসি পাশ ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতে ”ফায়ারম্যান (পুরুষ)” পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগামী ০৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
.
পদের নামঃ ফায়ারম্যান (পুরুষ)
বেতনস্কেলঃ ৮৮০০-২১৩০১০ টাকা
বয়সসীমাঃ আগস্ট ১, ২০১৮ তারিখে ২০ বছর।
.
শিক্ষাগত যোগ্যতাঃ
পুরুষ প্রার্থী- নূন্যতম এএসসি পাশ ।
শারীরিক যোগ্যতাঃ ৫ ফুট ৪ ইঞ্চি নুন্যতম
বুকঃ ৩২ ইঞ্চি নুন্যতম
.
অনলাইনে আবেদনের জন্য প্রয়োজনঃ
১। এসএসি পাশের রোল ও রেজিস্ট্রেশন নম্বর।
২। জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন নম্বর।
৩। পাসপোর্ট সাইজের (অবশ্যই ভালমানের) ছবি
৪। আবেদনকারীর স্বাক্ষর এবং
৫। টেলিটকের সার্ভিস চার্জ ৫০ টাকা।
দ্রূত এবং নির্ভুলভাবে আবেদন করতে যোগাযোগ করুন:
পাঁচগাছী ডিজিটাল সেন্টার
একতা বাজার, পীরগঞ্জ, রংপুর।
01719246355, 01619-246355
বি:দ্র: এখানে ৩ / ৬ মাস মেয়াদি কোর্সে কম্পিউটার প্রশিক্ষন দেয়া হয় ও প্রশিক্ষণ শেষে সরকারী সার্টিফিকেট প্রদান করা হয় এবং সূলভ মুল্যে ছবি প্রিন্ট, কালার প্রিন্ট, ফটোকপি সহ অনলাইনে সবধরনের আবেদন করা হয়।
বুকঃ ৩২ ইঞ্চি নুন্যতম
.
অনলাইনে আবেদনের জন্য প্রয়োজনঃ
১। এসএসি পাশের রোল ও রেজিস্ট্রেশন নম্বর।
২। জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন নম্বর।
৩। পাসপোর্ট সাইজের (অবশ্যই ভালমানের) ছবি
৪। আবেদনকারীর স্বাক্ষর এবং
৫। টেলিটকের সার্ভিস চার্জ ৫০ টাকা।
দ্রূত এবং নির্ভুলভাবে আবেদন করতে যোগাযোগ করুন:
পাঁচগাছী ডিজিটাল সেন্টার
একতা বাজার, পীরগঞ্জ, রংপুর।
01719246355, 01619-246355
বি:দ্র: এখানে ৩ / ৬ মাস মেয়াদি কোর্সে কম্পিউটার প্রশিক্ষন দেয়া হয় ও প্রশিক্ষণ শেষে সরকারী সার্টিফিকেট প্রদান করা হয় এবং সূলভ মুল্যে ছবি প্রিন্ট, কালার প্রিন্ট, ফটোকপি সহ অনলাইনে সবধরনের আবেদন করা হয়।

No comments