Breaking News

মশার কয়েলের কাজ করবে স্মার্টফোন ‘এলজি কে৭আই’

স্মার্টফোনই এখন মশা তাড়াবে। এমনই একটা ফোন বাজারে নিয়ে এলো কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি।
‘কে৭আই’ নামের এই স্মার্টফোনটিতে ‘মসকুইটো রিপেলিং আলট্রাসনিক সাউন্ড’ ব্যবহার করা হয়েছে। এই ফিচারটির ফলেই মশা কাছে আসবে না বলে দাবি প্রতিষ্ঠানটির।
স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে এবং ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা। এটির র‌্যাম ২ জিবি আর রম ১৬ জিবি।
‘এলজি কে৭আই’ স্মার্টফোনে এটি ইনবিল্ট অ্যাপ হলেও, যেকোনও অ্যানড্রয়েড ও আইওএস ফোনেই ইনস্টল করা যাবে মশা তাড়ানোর এই অ্যাপটি।
তাই আর চিন্তা কিসের মশা মারতেও হবে না। শুধু হাতের মুঠোয় থাকবে মোবাইল ফোন। তাতেই আপনার ধারে কাছে ঘেঁষতে ভয় পাবে মশা।
ভারতের বাজারে ফোনটির মূল্য রাখা হচ্ছে ৭ হাজার ৯৯০ রূপি। সূত্র : এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া

No comments