আইফোনকে ‘নকল’ করলো এলজি!
দেখতে অবিকল আইফোন এক্স-এর মত। কিন্তু আইফোন নয়। এমনই একটি ফোন বাজারে আনছে এলজি। মডেল এলজি জি-সেভেন থিঙ্ক। এতে আইফোন এক্সর মত ‘নচ’ ডিসপ্লে রয়েছে। সম্প্রতি নচ ডিসপ্লে খুব জনপ্রিয়তা পেয়েছে। ডিসপ্লেতে বিশেষ এই ডিজাইন সর্বপ্রথম আইফোন এক্স-এ দেখা যায়। এরপর বিভিন্ন খ্যাতনামা হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানগুলো এই ডিজাইন অনুকরণ করতে শুরু করে।
ফোনের নিত্যনতুন খবর প্রচারকারী জনপ্রিয় ব্লগসাইট প্রাইজপোনি এক প্রতিবেদনে জানিয়েছে, ৬ জিবি র্যামে পাওয়া যাবে এলজি জি সেভেন থিংক। এটি এলজির ফ্লাগশিপ ফোন। এতে ডুয়েল রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এলজির জি সিক্সের সফলতার ধারাবাহিকতায় সি সেভেন থিঙ্ক ফোনটি বাজারে ছাড়া হচ্ছে।
এতে আছে ৬ ইঞ্চির ফুল এইচডি রেজুলেশন সমৃদ্ধ ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। ফোনটি পরিচালনা করার জন্য রয়েছে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫।
স্টোরেজের জন্য এতে ৬৪ জিবি ইন্টারন্যাল মেমোরি আছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।
অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত এলজির নতুন ফোনটিতে নন-রিমুভেবল ৩০০০ এমএএইচ ব্যাটারি সংযোজন করা হয়েছে।
ছবি তোলার জন্য ফোনটিতে ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা ব্যবহৃত হয়েছে।
ফোনটির মূল্য ধরা হয়েছে ৮১৪ ডলার। শিগগিরই এটি বাজারে পাওয়া যাবে।
No comments