Breaking News

ঢাকায় আসছে চার চাকার পরিবেশবান্ধব গাড়ি [ভিডিও]

চার চাকার ট্যাক্সিক্যাবটি চালাতে প্রয়োজন হবে না তেল বা গ্যাসের। ব্যাটারি চালিত ৬৫০ সিসির এই গাড়িটি ৫-৬ ঘন্টা চার্জ দিলেই চলবে ৩শ' থেকে ৪শ' কিলোমিটার। দেশে দুই বা তিন চাকার ইলেক্ট্রিক যানবাহন থাকলেও ফোর হুইলার পরিবেশবান্ধব গাড়ি এটিই প্রথম।
তবে মূল ব্যাপার হলো, আগামী জুন থেকে ১০০টি পরিবেশবান্ধব এই গাড়ি দিয়ে প্রাথমিকভাবে ঢাকা শহরে বাণিজ্যিক যাত্রীসেবা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। গাড়িগুলো চার্জ দেয়ার জন্য থাকবে নিজস্ব সৌর প্যানেলের ব্যবস্থা। এতে দরকার হবে না জাতীয় গ্রীড থেকে বিদ্যুৎ নেয়ার। ফলে ভাড়াও হবে তুলনামূলক কম এমন আশা উদ্যোক্তাদের।
ভিডিও: সময় টিভি
উদ্যোক্তা জানালেন, এই গাড়ি থেকে একটা ট্যাক্সি সার্ভিস চালু হবে সামনে। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের যাত্রীগণ এই সুবিধাটা পেয়ে থাকবেন। নাম হবে এলিফ্যান্ট ট্যক্সি।
নতুন ধরনের এই গাড়িটির দেখা মিলবে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজিত ১৩তম মোটর শোতে। এই শোতে অংশ নিয়েছে বিশ্বের ১৬ টি দেশের প্রায় ২৩৫টির মতো প্রতিষ্ঠান। যারা প্রদর্শন করছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন নানা ব্র্যান্ডের গাড়ি ও আনুসাঙ্গিক উপকরণ।

No comments