Breaking News

সমাজসেবা অধিদপ্তরে ২২ পদে চাকুরীর বিজ্ঞপ্তি প্রকাশ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরে শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২২ পদে মোট ১৮১ জনকে নিয়োগ দেয়া হবে।
পদের নাম ও সংখ্যা: শিক্ষক ৫টি, সাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ২টি, শিক্ষক ৪টি, ধর্মীয় শিক্ষক ১টি,  নার্স ১৪টি, থার্মোফরম ৪টি, গাড়িচালক ১টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২২টি, সমাজ কর্মী (পৌর) ১৩টি, সমাজ কর্মী (ইউনিয়ন) ৩২টি, শরীর চর্চা প্রশিক্ষক কাম শিক্ষক ১টি, ট্রেড ইন্সট্রাকটর ২টি, স্টোরকিপার ২টি, হিয়ারিং এইড টেকনিশিয়ান ২টি, কেয়ারটেকার ১টি, পাম্পচালক ১টি, কারিগরি প্রশিক্ষক (উপজেলা) ২২টি, অফিস সহায়ক ৮টি, নিরাপত্তা প্রহরী ৬টি, পরিচ্ছন্নতা কর্মী ৪টি, আয়া ২টি, বাবুর্চি ৩২টি করে মোট ১৮১ জন নিয়োগ দেয়া হবে।
চাকরিভেদে বেতন: আট হাজার ২৫০টাকা থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে-
আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে। http://dss.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ১০ মে ২০১৮ সকাল ১১টা থেকে ২৪ মে ২০১৮ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
 পাঁচগাছী ডিজিটাল সেন্টার, পীরগঞ্জ, রংপুর থেকে আবেদন ফরম পূরণ করা যায়।

No comments